নাট্য নির্মাতা শামীম রেজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি 

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার
প্রকাশিত: জুলাই ১০, ২০২৫ ১৯:১৮:১৮

বিতর্কিত সেই নাট্য নির্মাতা ডিরেক্টর গিল্ডের সাবেক সংগঠনিক সম্পাদক শামীম রেজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ঢাকা সিএমএম আদালত। একটি চেক জালিয়াতি মামলায় শামীম রেজা বর্তমানে পলাতক থাকায় আদালত তার বিরুদ্ধে এ গ্রেপ্তারী পরোয়ানা জারি করে।

সূত্র জানাই, ডিরেক্টর গিল্ডের সাবেক সংগঠনিক সম্পাদক শামীম রেজা নাট্য নির্মাণের আড়ালে লোকের কাছে বিভিন্নভাবে প্রতারণা করে চলছে। রাজধানীতে আলিশান বাসা ও রামপুরা ওয়াবদ্যা রোডের ধুমপান মুক্ত গলিতে রাজকীয় অফিস মেইনটেইন করে চললেও দৃশ্যমান তার তেমন কোন ইনকাম সোর্স নেই। মুখের চাপা আর প্রতারনার হাতিয়ার একমাত্র ঐ অফিস। মক্কেল ডেকে অফিসে এনে বাটপারিটা সেখান থেকেই শুরু করেন এই শামীম রেজা। গত এক থেকে দেড় বছরে শামীম রেজা অফিস বদল করেছে প্রায় ৫ বার। যার নেপথ্যে বাটপারি ছাড়া কিছু না।

মামলা সূত্রে জানাযায়, নাটক নির্মানের কথা বলে এক প্রযোজক এর কাছ থেকে ভুয়া চেক দিয়ে ৩০ লাখ টাকা নিয়ে প্রতারনা করে শামীম রেজা। এই ব্যাপারে ঐ প্রযোজকের দায়ের করা মামলায় শামীম রেজার বিরুদ্ধে গত ২৬ জুন ঢাকা সিএমএম কোর্ট এই গ্রেপ্তারী পরোয়ানা জারী করে। জানা যায়, শামীম রেজা, পারিবারিক আর্থিক অবস্থা খুব বেশি ভালো না থাকলেও মুখের চাপাবাজিতে তিনি শিরোমণি। যে কারণে তিনি সহজেই মানুষের সাথে প্রতারণা করতে সক্ষম হন।

জানা যায়, ভোলা এলাকায় তারই পূর্ব পরিচিত রিপন নামের এক বন্ধুকে তার বাবার নামে মুক্তিযোদ্ধা সনদপত্র করে দেয়ার নাম করে সেখান থেকেও কয়েক লক্ষ টাকা হাতিয়ে নেয়। পরবর্তীতে শামিম রেজা বিষয়টি চিটারি করেছে বুঝতে পেরে ভুক্তভোগী রিপন নানান দেন দরবার করে টাকা উঠানোর চেষ্টা করছে বলে জানা যায়।

অপর একটি সূত্রজানায়, শামীম রেজা তার বিরুদ্ধে মামলা তুলে নিতে বিভিন্ন গোয়েন্দা সংস্থার পরিচয় দিয়ে ঘনিষ্ট লোকজন দিয়ে বাদির অফিসে গিয়ে বাদীকে হুমকি অব্যাহত রেখেছে। তারা সকলেই ভোলা এলাকার বলে খোজ নিয়ে জানা যায়।