অভিনেত্রী সোনিয়ার বাবা আর নেই
মডেল ও অভিনেত্রী সোনিয়া হোসাইনের বাবা জাহিদ হোসাইন (৬২) আর নেই (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)। শুক্রবার দিনগত রাত আড়াইটার দিকে ঢাকার নিজ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। শনিবার দুপুরে সোনিয়া হোসাইন ফেসবুকে তার বাবার মৃত্যুর খবরটি জানিয়েছেন।
এই অভিনেত্রী লেখেন, ‘আমার বাবা জাহিদ হোসাইন গত রাত আড়াইটায় আমাদের ছেড়ে চলে গেছেন। ওনার রুহের মাগফিরাতের জন্য দোয়া করবেন। আমার মা ও ভাইয়ের জন্যও দোয়া করবেন। ’
এর আগে সোনিয়া বাবার জন্য আইসিইউ’র সন্ধান চেয়ে ফেসবুকে পোস্ট দিয়েছিলেন। করোনার প্রকোপ বাড়ায় ঢাকার হাসপাতালগুলোতে আইসিইউ পাওয়া যাচ্ছে না। তাই সবার কাছে সাহায্য চান তিনি।
সোনিয়া শোবিজে যাত্রা শুরু করেন ২০০৩ সালে। ‘ইউ গট দ্য লুক’ প্রতিযোগিতায় শীর্ষ পাঁচজনের হয়ে আসেন তিনি। পরে ২০০৫ সালে তিনি গিয়াস উদ্দিন সেলিমের ‘প্রেমে পড়ার গল্প’ নাটকের মাধ্যমে অভিনয় জীবন শুরু হয় তার।
এছাড়া বড় পর্দায়ও অভিষেক হয়েছে সোনিয়ার। আলভী আহমেদ পরিচালিত ‘ইউটার্ন’ সিনেমায় অভিনয় করতে দেখা গেছে তাকে।
প্রকৌশল নিউজ/এমআরএস