বিএডিসি অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আ. ছাত্তার গাজী, সাধারণ সম্পাদক আল আমিন

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার
প্রকাশিত: নভেম্বর ৪, ২০২৫ ২১:৪৮:০২  আপডেট :  নভেম্বর ৪, ২০২৫ ২১:৪৮:৫৫

বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) এর অফিসার্স অ্যাসোশসিয়েশন নির্বাচন ২০২৫ এ মো. আ. ছাত্তার গাজী সভাপতি এবং মো: আল আমিন সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন। এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে রিয়াজ উদ্দিন এবং কোষাধ্যক্ষ পদে মো. হাবিবুর রহমান বিজয়ী হন।

অন্যান্য নির্বাচন কমিশনারের উপস্থিতিতে প্রধান নির্বাচন কমিশনার মহাব্যবস্থাপক (অর্থ) রুনা লায়লা বিএডিসি’র সেমিনার হলে গত ১ নভেম্বর শনিবার বিকাল ৫ টায় নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। নির্বাচনের  দিন সকাল ১০ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত বিএডিসি’র অর্থ ও প্রশাসন পুলের কর্মকর্তারা বিপুল উৎসাহ ও উদ্দীপনা নিয়ে ভোটাধিকার প্রয়োগ করেন।

সভাপতি পদে বিজয়ী প্রার্থী মো. আ. ছাত্তার গাজী ৬০% ভোট পান। তিনি বিএডিসি’র প্রধান (মনিটরিং) হিসেবে কর্মরত। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী মো: ইয়াছিন আলী পান ৪০% ভোট। তিনি বিএডিসি’র যুগ্মপরিচালক হিসেবে কর্মরত। সাধারণ সম্পাদক পদে ৫৯% ভোট পেয়ে বিজয়ী হন মো: আল আমিন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবদুল মোমেন ২৮% ভোট পেয়েছেন। এই পদে একমাত্র নারী প্রার্থী মাহমুদা রহমান পেয়েছেন ১২% ভোট। নির্বাচিত হয়ে সভাপতি আ. ছাত্তার গাজী বলেন, আপনাদের অকুণ্ঠ সমর্থন ও সহযোগিতা এবং মূল্যবান ভোট প্রদানের কারণে আমি বিএডিসি অফিসার্স এসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হয়েছি। এর সকল কৃতিত্ব আপনাদের। আমি কেবল আমার চেষ্টাটা করে গেছি; সেটাও অনেকটা নীরবে। এখন বিজয়ী ও বিজিত সকলকে নিয়ে আমরা একটা শক্তিশালী অ্যাসোসিয়েশন গড়ে তুলবো ইনশাআল্লাহ। আপনারা নিশ্চয়ই আমাদের সক্রিয় সহযোগিতা করবেন বলে দৃঢ়ভাবে বিশ্বাস করি।

সংস্থার কর্মকর্তাদের ন্যায্য দাবি-দাওয়া যথাযথ প্রক্রিয়া অনুসরণ করেকরতে আমরা ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে কাজ করবো। সাধারণ সম্পাদক পদে বিজয়ী মো: আল আমিন বলেন, আমার বিজয় মানে সবারই বিজয়। আমি পরাজিত প্রার্থী আমার সহকর্মীদের সাথে নিয়ে বিএডিসি’র কল্যাণে কাজ করবো। ইশতেহারে প্রদত্ত কর্মসূচিগুলো বাস্তবায়ন করতে আমি সবার সহযোগিতা চাই। বিএডিসি’র কর্মকর্তাবৃন্দের কল্যাণ সাধনে আমাদের কমিটি কাজ করবে।