ন্যাবের সভানেত্রী তাজউদ্দিন নার্সিং কলেজের শিক্ষার্থীদের সাথে একাত্মতা ঘোষণা

নার্সেস এসোসিয়েশন অব বাংলাদেশ (ন্যাব) এর সভানেত্রী বিলকিস জাহান চৌধুরী শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল নার্সিং কলেজের শিক্ষার্থীদের সাথে একাত্মতা ঘোষণা করেন। তিনি নার্সিং কলেজে শিক্ষার্থীদের আন্দোলন চলা অবস্থায় তাদের মাঝে গিয়ে একাত্মতা ঘোষণা করেছেন। তিনি বলেন, অবিলম্বে শিক্ষার্থীদের যৌক্তিক দাবি মেনে নিয়ে তাদেরকে ক্লাসে ফেরার মত স্বাভাবিক শিক্ষার পরিবেশ নিশ্চিত করার জন্য কলেজ কর্তৃপক্ষকে আহ্বান জানান। এসময় উপস্থিত ছিলেন ন্যাবের মহাসচিব আকরাম হোসেন।
শিক্ষার্থীরা ২ দফা দাবি নিয়ে আন্দোলন শুরু করেছেন, তাদের দাবি শহীদ তাজউদ্দিন আহমেদ নার্সিং কলেজের শিক্ষক মোঃ জামাল উদ্দিন ভূঁইয়া, তাজুল ইসলাম, মোঃ মোখলেছুর রহমান এর বদলির দাবি ০৭ কার্যদিবসের মধ্যে সম্পূর্ণ না হওয়ায় এবং অধ্যক্ষ কর্তৃক প্রহসন মূলক ক্লাস রুটিন প্রকাশ করায় নিম্নোক্ত কর্মসূচি গৃহীত হয়। (০১) শিক্ষার্থীরা জানান ০৭ কার্য দিবসে মধ্যে উক্ত তিনজন শিক্ষককে বদলি করার কোন পদক্ষেপ না নেওয়ায় এবং প্রহসন মূলক রুটিন প্রকাশ করায় সকল একাডেমী ও প্রশাসনিক কার্যক্রম নির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হলো।
(০২) শহীদ তাজউদ্দীন আহমেদ নার্সিং কলেজের শিক্ষা বান্ধব পরিবেশ রক্ষায় স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত শিক্ষার্থীদের আন্দোলন চলমান থাকবে।
