বনানীতে তাকওয়া ভিলেজ প্রজেক্ট অফিস উদ্বোধন

শনিবার ( ০৫ জুলাই) বিকেল ৫ টায় রাজধানীর বনানীতে i ব্লকের ৩ নম্বর রোডের ২৬ নম্বর বাসায় তাকওয়া ভিলেজ প্রজেক্ট অফিস উদ্বোধন ঘোষণা করা হয়। ফিতা কেটে অফিস উদ্বোধন ঘোষনা করেন প্রজেক্টের চেয়ারম্যান মিসেস শাকিলা কুদ্দুস ইভা ও ভাইস-চেয়ারম্যান জনাব শামীম রেজা। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রজেক্টের পরিচালক অবসরপ্রাপ্ত কর্নেল ইয়া আজম খান, পরিচালক জনাব ওবায়দুল হক রাসেল।
এছাড়াও উপস্থিত ছিলেন প্রজেক্ট এর পরিচালক বৃন্দ ও জনাব ক্যাপ্টেন মালেক (অব:) ও ভাইস চেয়ারম্যানের শিক্ষক মুহ: সুলতান উল আলম।
তাকওয়া ভিলেজ প্রজেক্ট এর যাত্রা আজ অফিস উদ্বোধনের মাধ্যমে শুরু হয়ে গেল তাদের মূল লক্ষ্য হচ্ছে প্রান্তিক চাষের ঘামে প্রায় চার হাজার প্রান্তিক উৎপাদক ও ১০ লক্ষ ভোক্তা পরিবারের পথযাত্রা শুরু করছে তাকওয়া ভিলেজ। ঢাকার সন্নিকটে পূর্বাচল ৩০ নম্বর সেক্টর সংলগ্ন সবুজঘেরা সম্পূর্ণ গ্রামীণ পরিবেশে তাকওয়া ভিলেজ প্রকল্পে থাকছে ৫ তারকা হোটেল ও স্পেশাল হাসপাতাল, থাকছে আন্তর্জাতিক মানের রিসোর্ট এবং প্রান্তিক সকল সুযোগ সুবিধা, মূল আকর্ষণ হচ্ছে চার হাজার প্রান্তিক উৎপাদকের অর্গানিক কৃষি পণ্য সকল প্রকার লাইভ স্টক সমৃদ্ধ একটি বৈচিত্র্যময় পণ্যের কেন্দ্রবিন্দু এছাড়া অত্যাধুনিক মানে।
প্রস্তাবিত প্রকল্পঃ
১. আধুনিক অ্যামিউজমেন্ট পার্ক
২. লাইভ রেস্টুরেন্ট সহ পারিবারিক খাওয়ার আয়োজন
৩. সেরা মানের রিসোর্ট
৪. ফাইভ-স্টার আবাসিক ব্যবস্থা
৫. নার্সিং ইনস্টিটিউট (প্রশিক্ষণ ও চাকরি নিশ্চিতকরণ লক্ষ্য)
৬. অক্সিজেন ক্লাব (স্বাস্থ্য ও মানসিক প্রশান্তির জন্য)
৭. থেরাপি ও পেইন ম্যানেজমেন্ট সেন্টার
৮. উন্নত মানের হাসপাতাল
৯. অরগানিক খাবারের উৎপাদন ও সরবরাহ ব্যবস্থা, যেখানে কৃষক ও ভোক্তার মধ্যে সরাসরি সম্পর্ক স্থাপন হবে।
