এনবিআর চেয়ারম্যান ব্যাক্তিগত সফরে কানাডায়

শুল্ককর ফেরত পেতে দ্বারে দ্বারে ঘুরছে শাহজালালের অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তরা 

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার
প্রকাশিত: অক্টোবর ২৫, ২০২৫ ১৯:৩১:১৬

এনবিআর চেয়ারম্যান ব্যাক্তিগত সফরে কানাডায়। অপরদিকে শুল্ককর ফেরত পেতে দ্বারে দ্বারে ঘুরছে শাহজালাল বিমান বন্দরে আমদানীপন্য আগুনে পুড়ে ছাই হয়ে যাওয়ায় নি:স্ব কয়েক হাজার ব্যবসায়ী এনবিআর চেয়ারম্যান বিদেশে থাকায় সিদ্ধান্তহীনতায় ভুগছেন দ্বায়িত্বপূর্ন কর্মকর্তারা। জানা যায়, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান ব্যাক্তিগত সফরে বর্তমানে কানাডায়।

এয়ারপোর্টে আগুনে শত মিলিয়ন ডলারের আমদানি পণ্য পুড়ে ছাই হয়ে গেছে। নিঃস্ব হয়ে গেছেন কয়েক হাজার উদ্যোক্তা। ১৮ অক্টোবর যেদিন আগুন লাগে তখন এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান ছিলেন তার সরকারি সফরের শেষ দিনে (১৩-১৮ অক্টোবর)। দেশের অর্থনীতিতে ঘটে যাওয়া এই দূর্যোগের গুরুত্বপূর্ণ সময়েও ১৯ অক্টোবর তিনি দেশে না এসে, পূর্বনির্ধারিত ১০ দিনের ব্যক্তিগত ছুটিতে যুক্তরাষ্ট্র থেকে কানাডায় চলে যান। তার এহেন অপেশাদার আচরণে অত্যন্ত সংক্ষুব্ধ হয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

অন্যদিকে অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া আমদানি পণ্যের বিপরীতে কয়েক হাজার কোটি টাকা শুল্ককর ইতোমধ্যে আমদানিকারকরা পরিশোধ করেছেন। পণ্য না পাওয়ায় এখন এসব শুল্ককর ফেরত চেয়েছেন তারা। কিন্তু এনবিআরের কর্মকর্তারা সিদ্ধান্ত দিতে পারছেন না চেয়ারম্যান বিদেশ থাকায়। আমদানী পন্য পুড়ে ছাই হয়ে নি:স্ব হয়ে যাওয়া এক ব্যবসায়ী আক্ষেপ করে বলেন চেয়ারম্যান সাহেব একজন স্বার্থপর মানুষ। তা না হলে দুর্যোগের এই গুরুত্বপূর্ন সময়ে তিনি দেশে না এসে ব্যাক্তিগত সফর করে বেড়াচ্ছেন। ইতোপূূর্বকার কোন চেয়ারম্যানই দায়িত্ব কর্তব্য পালনে এতটা উদাসীন ছিলেন না।

এদিকে, বিদেশ সফর নিয়ে দফায় দফায় নির্দেশনা জারির পরও বিদেশ সফরের ক্ষেত্রে যথাযথ নিয়ম অনুসরণ করছেন না খোদ উপদেষ্টা ও সচিবরা। এ বিষয়টিতে সরকার প্রধান বেশ ক্ষুব্ধ হয়েছেন বলে প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্রে জানা গেছে।