ঢাকাস্থ জয়পুরহাট জেলা সমিতি ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

শনিবার (১৫ মার্চ) মহাখালী রাওয়া কমপ্লেক্সের স্কাই লাইন রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে ঢাকাস্থ জয়পুরহাট জেলা সমিতি আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল ২০২৫ অনুষ্ঠিত হয়।
ঢাকাস্থ জয়পুরহাট জেলা সমিতির সভাপতি আব্দুস সালামের সভাপতিত্বে ও গোলাম মোসাদ্দেক পলাশ এবং ডাঃ মাহাবুব হাফিজের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক সচিব ও জনতা ব্যাংকের চেয়ারম্যান ফজলুর রহমান, আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক সচিব ও অফিসার্স ক্লাবের সহ সভাপতি আব্দুল বারী, বাংলাদেশ রেলওয়ে চট্টগ্রাম মহাব্যবস্থাপক (পূর্ব) মোঃ সুবক্তগীন, পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের পরিচালক অধ্যাপক সাইফুল ইসলাম,কন্ঠ শিল্পী খুরশিদ আলম, এলজিইডির সাবেক অতিরিক্ত প্রকৌশলী আব্দুল বাসেত, উপসচিব আব্দুল মালেক, ফজলুর রহমান,মেজর জেনারেল জাহিদ হোসেন, ইফতার আয়োজক কমিটির আহ্বায়ক আব্দুর রহমান লেবু, মোস্তাক হাসান ইফতেকার, রায়হান কবির, ডা মাহবুবুর রহমান, এটিএম জিয়াউল হক।
এছাড়াও উপস্থিত ছিলেন আতাউর রহমান ,সাবেক ছাত্রনেতা মেহেদী হাসান, আব্বাস আলী, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, মহিউদ্দিন রুবেল,ব্যাংক কর্মকর্তা উজ্জ্বল হোসেন, মুন্না,নাফিস আহমেদ প্রমুখ।