সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ-সপ্তম শ্রেণির পাঠোন্নয়নে শিক্ষক-অভিভাবক আলোচনা সভা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার
প্রকাশিত: অক্টোবর ২০, ২০২৫ ২০:০৩:৪৪

সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের দিবা ও প্রভাতী শাখায় ষষ্ঠ ও সপ্তম শ্রেণির আসন্ন বার্ষিক পরীক্ষার মানসম্মত ফল প্রত্যাশায় অভিভাবকবৃন্দর সাথে শিক্ষকদের এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক অতিরিক্ত সচিব (অব.), গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের সম্মানিত চেয়ারম্যান ও প্রতিষ্ঠানটির গভর্নিং বডির চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মাননান স্যার।

সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের প্রিন্সিপাল ড. মাহবুবুর রহমান মোল্লা স্যার। আলোচনায় শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিতি, পাঠে মনোযোগ, ধারাবাহিক মূল্যায়ন, সততা ও অধ্যবসায়—এসব বিষয়ের ওপর গুরুত্বারোপ করা হয়। সভাপতি ড. মাহবুবুর রহমান মোল্লা তাঁর বক্তব্যে বলেন, “প্রতিটি শিক্ষার্থীর মাঝে দায়িত্ববোধ ও অধ্যবসায় জাগ্রত করতে বিদ্যালয় ও অভিভাবকদের সমন্বিত প্রচেষ্টাই পারে প্রকৃত মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করতে।”

প্রধান অতিথি মোহাম্মদ আবদুল মাননান বলেন,“আপনাদের সন্তানের সাফল্য কেবল বিদ্যালয়ের নয়, এটি আপনাদেরও গৌরব। তাই তাদের নিয়মিত পাঠচর্চা, সময়ানুবর্তিতা ও নৈতিক বিকাশে অভিভাবক হিসেবেই আপনাদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ।” অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দিবা শাখার সহকারী প্রধান শিক্ষক মো. আলমগীর হোসেন, প্রভাতী শাখার সহকারী প্রধান শিক্ষক মো. আলমগীর হোসেন মোল্লা, প্রিন্সিপাল স্যারের বিশেষ প্রতিনিধি মোঃ বদরুল আলম, বিভিন্ন ইনচার্জ ও সংশ্লিষ্ট শ্রেণির শিক্ষকবৃন্দ।

অভিভাবকবৃন্দ বিদ্যালয়ের এ উদ্যোগের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বলেন, তারা সন্তানদের অধ্যবসায়ী ও দায়িত্বশীল করে গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। আলোচনার পরিপূর্ণতায় সভা পরিণত হয় বিদ্যালয়–অভিভাবক সম্পর্কের এক নতুন অঙ্গীকারের মঞ্চে, যেখানে সবাই একসঙ্গে এই বলে প্রতিশ্রুতিবদ্ধ হন —মানসম্মত শিক্ষা ও সুশৃঙ্খল পরিবেশ গড়ে তোলার প্রচেষ্টা শিক্ষক- অভিভাবক সমন্বয়ে চলমান থাকবে ।”