বুটেক্সের নতুন রেজিস্ট্রার ড. শাহ্ আলিমুজ্জামান
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ফেব্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক ড. শাহ্ আলিমুজ্জামান। বিভাগীয় প্রধানের দায়িত্বের পাশাপাশি রেজিস্ট্রার হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করবেন তিনি।
বুধবার বিকেলে অধ্যাপক ড. শাহ্ আলিমুজ্জামানকে রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) দিয়ে অফিস আদেশ জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক মোঃ মনিরুল ইসলাম ৩০ ডিসেম্বর ২০২০ ইং তারিখে অবসরে যাওয়ায় রেজিস্ট্রার পদটি শূণ্য হয়।
অধ্যাপক ড. শাহ আলিমুজ্জামান ১৯৮৩ সালে বিজ্ঞান বিভাগ থেকে প্রথম শ্রেণীতে মাধ্যমিক এবং ১৯৮৫ সালে একই বিভাগ থেকে উচ্চ মাধ্যমিকে প্রথম শ্রেনীতে উত্তীর্ণ হন। তৎকালীন ‘কলেজ অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি’ বর্তমানের টেক্সটাইল বিশ্ববিদ্যালয় থেকে ফেব্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে ১৯৯২ সালে প্রথম শ্রেণীতে দ্বিতীয় স্থান অধিকার করে বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং শেষ করেন প্রফেসর আলিমুজ্জামান। একই বছর তৎকালীন কলেজ অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি তে ফেব্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন তিনি।
উচ্চতর শিক্ষা ছিল ড. শাহ্ আলিমুজ্জামানের ধ্যান জ্ঞান। বেলজিয়ামের ‘ঘেন্ট বিশ্ববিদ্যালয়’ থেকে তিনি এমএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করেন ১৯৯৬ সালে। দেশে ফিরে আবারো মনোনিবেশ করেন শিক্ষকতা পেশায়।
২০০১ সালে আবারো বঙ্গবন্ধু ফেলোশিফ নিয়ে তিনি এমফিল করার জন্য চলে যান লন্ডনে। যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ম্যানচেস্টার ইনস্টিটিউট অব সাইন্স এন্ড টেকনোলজি থেকে ‘টেক্সটাইল সাইন্স এন্ড টেকনোলজি’র ওপর তিনি এমফিল শেষ করে দেশে ফেরেন ২০০৩ সালে। পড়ালেখার জীবনের শেষ অধ্যায়ে তিনি পিএইচডি ডিগ্রী লাভ করেন যুক্তরাজ্যের ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয় থেকে ২০১৪ সালে।
এরই মাঝে ২০১০ সালে ‘কলেজ অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি’ বিশ্ববিদ্যালয়ে রুপান্তরিত হয়।
দেশে ফিরে বিশ্ববিদ্যালয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব ‘প্রক্টর’ এর পদে আসীন হন ড. আলিমুজ্জামান। ২০১৪ থেকে ২০১৮ পর্যন্ত বিশ^বিদ্যালয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ ‘শিক্ষার্থী কল্যান’ পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। এই সময়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে নিবীড় সম্পর্ক গড়ে ওঠে ড. আলিমুজ্জামানের।
২০১৮ সালে তিনি টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি হিসেবে নির্বাচিত হন। একই সাথে তিনি সিন্ডিকেট মেম্বার এবং ফ্যাকাল্টি অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের ডীন হিসেবেও দায়িত্ব পালন করেন। ২০১৫ সালে তিনি অধ্যাপক, গ্রেড-২ এ উন্নীত হয়ে শিক্ষার্থীদের পাঠদানে রয়েছেন।
রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) সম্পর্কে ড. আলিমুজ্জামান বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার গুণগত মান এবং প্রশাসনিক কাজকে ত্বরান্বিত করাই হবে আমার মূল লক্ষ্য।