সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজে নবম শ্রেণির পাঠোন্নয়ন সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার
প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০২৫ ২০:১৫:৪১

আজ ডেমরার ঐতিহ্যবাহী ও শিক্ষার আলোকস্তম্ভ সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের কলেজ মিলনায়তনে নবম শ্রেণির দিবা ও প্রভাতী শাখার পাঠোন্নয়ন সভা অনুষ্ঠিত হয়।

সভার প্রধান অতিথির বক্তব্যে বিশিষ্ট শিক্ষাবিদ ও শিক্ষানুরাগী প্রতিষ্ঠানের সম্মানিত প্রিন্সিপাল ড. মাহবুবুর রহমান মোল্লা স্যার বলেন, “আমাদের প্রিয় প্রতিষ্ঠান সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ সবসময় শিক্ষার মানোন্নয়ন ও শৃঙ্খলা বজায় রাখতে দৃঢ়প্রতিজ্ঞ।

নিয়মিত উপস্থিতি ও সময়মতো ক্লাসে অংশগ্রহণ সবার জন্য বাধ্যতামূলক। বিদ্যালয়ের শৃঙ্খলা, পোশাক, আচরণ, মোবাইল ফোন ব্যবহারে সচেতনতা—এসব মেনে চলতে হবে। শিক্ষার মান বাড়াতে বাড়ির কাজ নিয়মিত সম্পন্ন করতে হবে এবং অভিভাবকদেরও সন্তানদের পড়াশোনায় নিবিড়ভাবে সহযোগিতা করতে হবে।

আরও মনে রাখতে হবে কমপক্ষে শ্রেণিতে ৯৫% উপস্থিত থাকতে হবে। কুইজ পরীক্ষায় অংশ নেওয়া ও অন্তত ৫০% নম্বর অর্জনের চেষ্টা করা প্রত্যেক শিক্ষার্থীর দায়িত্ব। আমরা বিশ্বাস করি— নিয়মিত পাঠচর্চা, শৃঙ্খলা ও সময় ব্যবস্থাপনার মাধ্যমে শিক্ষার্থীরাই এই প্রতিষ্ঠানের গৌরব আরও উজ্জ্বল করবে।

*সভায় উপস্থিত ছিলেন দিবা শাখার সম্মানিত সহকারী প্রধান শিক্ষক জনাব মো. আলমগীর হোসেন ও প্রভাতী শাখার সম্মানিত সহকারী প্রধান শিক্ষক জনাব মোঃ আলমগীর হোসেন মোল্লা, প্রিন্সিপাল স্যারের বিশেষ সহকারী জনাব বদরুল আলম,* প্রভাতী শাখার সম্মানিত সহকারী শিক্ষক (প্রশাসন), নবম শ্রেণির ইনচার্জবৃন্দ, শ্রেণিশিক্ষকবৃন্দ ও বিষয়শিক্ষকবৃন্দ।

সভা শেষে প্রিন্সিপাল স্যারের উজ্জ্বল দৃষ্টিভঙ্গি ও শিক্ষার্থীদের উন্নয়নের প্রতি অঙ্গীকার সকলকে অনুপ্রাণিত করেছে। উপস্থিত শিক্ষক ও অভিভাবকবৃন্দ একযোগে প্রতিশ্রুতির মাধ্যমে তাদের শিক্ষাজীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্যের শিখরে পৌঁছাতে সহায়তা করবেন বলে আশ্বস্ত করেন।