পাসপোর্ট অধিদপ্তরের ২ পরিচালকের পাসপোর্ট বাতিল দেশ ত্যাগের নিষেধাজ্ঞা

অনিয়ম দূর্নীতি, ক্ষমতার অপব্যবহার সহ ভূয়া পাসপোর্ট তৈরী করে দেয়ার অভিযোগে স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের সুরক্ষা সেবা বিভাগ পাসপোর্ট অধিদফতরের ২ পরিচালকের পাসপোর্ট বাতিল এবং তাদের দেশ ত্যাগের নিষেধাজ্ঞা দিয়েছে। আলোচিত এই ২ পরিচালক হচ্ছেন মো: আব্দুল্লাহ আল মামুন এবং মো: তৌফিকুল ইসলাম খান।
বুধবার ৫ ফেব্রুয়ারী স্বরাষ্ট্র মন্ত্রনালয় উপ-সচিব মো: কামরুজ্জামান স্বাক্ষরিত এক আদেশে ওই দুইজনের পাসপোর্ট বাতিল এবং দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আদেশের স্মারক নং- ৫৮২৩৮৮১। উল্লেখিত দুই কর্মকতার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে একাধিক দুর্নীতি অভিযোগ ও মামলা তদন্তাধীন রয়েছে। তারা রোহিঙ্গাদের ভূয়া পাসপোর্ট করে দেওয়া সহ সাবেক ফ্যাসিস্ট সরকারের বহু লুটেরার ভূয়া পাসপোর্ট করে দিয়ে বিদেশে পালতে সহযোগীতা করেছে বলে অভিযোগ রয়েছে।
পুলিশ বিভাগের বিতর্কিত কর্মকর্তা মো: হারুন অর রশীদের ও বিপ্লব কুমার সরকার পেশা পরিবর্তন করে একাধিক পাসপোর্ট তৈরী করে দেয়ার কাজেও তারা জড়িত বলে অভিযোগ রয়েছে। এভাবে নানা অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে তারা বিপুল বিত্ত সম্পদের মালিক হয়েছেন বলে অভিযোগ রয়েছে। দুই কর্মকর্তার পাসপোর্ট বাতিল ও দেশত্যাগে নিষেধাজ্ঞার এই কপি ইমিগ্রেশন ও পাসপোর্ট বিভাগ, পুলিশের বিশেষ শাখা ও দুর্নীতি দমন কমিশনে পাঠানো হয়েছে। ইতি পূর্বে তাদের বিরুদ্ধে বিভিন্ন জাতীয় পত্রিকায় ও বিভিন্ন সংবাদ মাধ্যমে ব্যাপক দূর্নীতি খবর সম্প্রচার করা হয়েছে। তবুও তাদের টনক নড়েনি।