ডাঃ জাবেদ হোসেনের বদলির প্রতিবাদে ড্যাব ও এনেসথেসিওলজিস্টস সোসাইটির নিন্দা
ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) সভাপতি অধ্যাপক ডাঃ হারুন আল রশীদ ও মহাসচিব ডাঃ আব্দুস সালাম এবং বাংলাদেশ সোসাইটি অব এনেসথেসিওলজিস্টস ক্রিটিকেল কেয়ার এন্ড পেইন ফিজিশিয়ানস এর আহ্বায়ক অধ্যাপক ডাঃ শাহ আলম ভূঁইয়া ও সদস্য সচিব ডাঃ শামসুল আরেফীন স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে নেতৃদ্বয় জানিয়েছেন, বাংলাদেশ সোসাইটি অব এনেসথেসিওলজিস্টস ক্রিটিকেল কেয়ার এন্ড পেইন ফিজিশিয়ানস এর যুগ্ম আহ্বায়ক ডা, মোঃ জাবেদ হোসেনসহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসাসেবা দানকারী চিকিৎসদের শাস্তি মূলক বদলির তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন।
নেতৃদ্বয় বলেন, বাংলাদেশের মানুষের জগদ্দল পাথরের মতো চেপে বসে দীর্ঘ সাড়ে ১৫ বছর অবরনীয় অত্যাচার, নির্যাতন ও জুলুমের স্টিম রোলার চালিয়েছেন স্বৈরাচারী শেখ হাসিনা । গত জুলাই আগস্টের স্বৈরাচারীর বিরুদ্ধে ফুসে উঠা এদেশের ছাত্র- জনতার মধ্যে দিয়ে সংঘটিত হয় বিপ্লব। বিপ্লব চলাকালে মুক্তি কামী ছাত্র -জনতার উপর আগ্রাসী হয়ে পিশাচিনী হাসিনা সরকার রক্তের হোলি খেলায় মত্ত হয়। প্রায় দুই হাজার ছাত্র -জনতা ফ্যাসিস্টদের হাতে নিহত হয় ।
আহত হয় প্রায় অর্ধলক্ষাধিক মানুষ। বিপুল সংখ্যক ছাত্র-জনতাকে চিকিৎসা সেবা প্রদানকারী বৈষম্যের শিকার হওয়া চিকিৎসক বৃন্দ। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় এই যে আন্দোলনে আহত চিকিৎসা সেবা দানকারী ডাঃ জাবেদ হোসেন কে শাস্তি মূলক বদলি করা হয়েছে। অপরদিকে সোসাইটির নেতৃদ্বয় জানান ,নেতৃত্বের মাধ্যমে এই সোসাইটির কার্যক্রমকে আরো শক্তিশালী বেগবান করতে এবং এনেসথেসিওলজিস্ট গুণের অধিকার আদায়ের কার্যক্রম আরো শক্তিশালী করতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন ডাঃ জাভেদ হোসেন।
কিন্তু অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করছি গত ১০-১১-২০২৪ ইং তারিখে স্বাস্থ্যসেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এক আদেশে ডাঃ জাভেদ হোসেন কে কক্সবাজার জেলার মহেশখালী উপজেলায় শাস্তি মূলক বদলি করা হয়েছে। আমরা এই আদেশের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে এই আদেশ বাতিল করার জোর দাবি জানিয়ে নেতৃবৃন্দ বলেন আগামী ৭ দিনের মধ্যে ডাঃ জাভেদ হোসেনের বদলির আদেশ প্রত্যাহার না করা হলে সারা বাংলাদেশে চিকিৎসক সমাজ দূর্বার আন্দোলন গড়ে তুলবে।