আন্তর্জাতিক মিঠাপানির ডলফিন দিবস ২০২৫ উদযাপন

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার
প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২৫ ১০:২৭:১০

আন্তর্জাতিক মিঠাপানির ডলফিন দিবস ২০২৫ উদযাপন উপলক্ষ্যে গতকাল ২৬ অক্টোবর ২০২৫, রবিবার, সকাল ১০টায় হৈমন্তি মিলনায়তন, বন ভবন, আগারগাঁও, ঢাকায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন অধিদপ্তরের উপপ্রধান বন সংরক্ষক মোঃ রকিবুল হাসান মুকুল। 
সভাপতিত্ব করেন মোঃ আমীর হোসাইন চৌধুরী, প্রধান বন সংরক্ষক, বন অধিদপ্তর। 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সানাউল্ল্যা পাটওয়ারী, বন সংরক্ষক, বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চল।

বিষয়কভিত্তিক উপস্থাপনা করেন মোঃ রেজাউল করিম চৌধুরী, বিভাগীয় বন কর্মকর্তা, সুন্দরবন পূর্ব বন বিভাগ, বাগেরহাট এবং ড. মোঃ জাহাঙ্গীর আলম, কান্ট্রি ডিরেক্টর এবং ডলফিন বিশেষজ্ঞ, ডাব্লিউসিএস বাংলাদেশ।

এছাড়া অনুষ্ঠানে ‘গাঙ্গেয় ডলফিন সংরক্ষণ হ্যান্ডবুক’ এর মোড়ক উন্মোচন ও ডলফিন বিষয়ক শিক্ষামূলক প্রদর্শনী হয়।

প্রধান অতিথি হিসেবে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ডলফিন আমাদের নদীর সুস্থতার প্রতীক। যেখানে ডলফিন টিকে থাকে, সেখানে নদীও টিকে থাকে—আর নদী টিকে থাকলেই মানুষ বাঁচে। ডলফিন নিয়ে কথা বলা মানে আমাদের বেঁচে থাকার কথাই বলা। কারণ, নদীর পানি যদি দূষিত হয়, তবে তা যেমন ডলফিনের জন্য বিপদ, তেমনি মানুষের জন্যও।

বন্যপ্রাণী হত্যা রোধে হতে যাওয়া নতুন আইনে জামিনের ব্যবস্থা থাকছে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেছেন, বন্যপ্রাণী হত্যা মামলায় জামিনের সুযোগ থাকছে না নতুন আইনে। মেছো বিড়ালকে শুধু শুধুই মেছোবাঘ বলি, অযথাই ইনোসেন্ট এ প্রাণীকে মেরে ফেলি। এমনকি ভিডিও রেকর্ড করে নেটে ছেড়ে দেই।