ডেইলি সিটিজেন টাইমস পত্রিকার সম্পাদকের মায়ের ইন্তেকাল

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার
প্রকাশিত: অক্টোবর ২৪, ২০২৫ ২১:০০:০২

ডেইলি সিটিজেন টাইমস পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক কল্যান সম্পাদক  নাজমুল আহম্মদ তৌফিক এর  মা জাহেরা বেগম (৯০) আজ ভোর সোয়া ৫ টায় ইন্তেকাল করেছেন। ( ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি দুই মাস আগে ব্রেইন স্ট্রোক করে ঢাকার একটি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন ছিলেন। আজ ভোর সোয়া ৫ টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি চারপুত্র তিন কন্যা, নাতী নাতনী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি মোহাম্মদ আলী মাস্টারের সহধর্মিণী।

ঢাকায় প্রথম জানাজা শেষে মরহুমার মরদেহ নিজ গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর থানাধীন ফরিদপুর গ্রামে বাদ জুম্মা দ্বিতীয় জানাজা শেষে তাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। বিজ্ঞপ্তি

তার মৃত্যুতে দৈনিক আজকের সংবাদ পরিবার সহ অসংখ্য গন্যমান্য ব্যাক্তিবর্গ তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন। এবং তার আত্মার চিরশান্তি এবং জান্নাতে স্থান প্রার্থনা করেছেন।