বিএফইউজে'র সভাপতি রুহুল আমিন গাজীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে বিএফইউজে'র সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন গাজীর স্মরণসভা অনুষ্ঠিত হয়। উক্ত স্মরনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএফইউজে'র মহাসচিব সাংবাদিক কাদের গণি চৌধুরী।
ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) সভাপতি মোহাম্মদ শহিদুল ইসলামের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক খুরশীদ আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি ও কালের কণ্ঠ সম্পাদক হাসান হাফিজ, যুগান্তর সম্পাদক আব্দুল হাই শিকদার, আমার দেশ-্এর নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমদ।
আরও বক্তব্য দেন ডিইউজের সাবেক সাধারণ সম্পাদক বাকের হোসাইন, সাংবাদিক ড. মাহবুব হাসান, সরদার ফরিদ আহমেদ, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু সালেহ আকন, বিএফইউজের সহসভাপতি খায়রুল বাশার, বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে এম মহসিন, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি মোরসালিন নোমানী ও ইলিয়াস হোসেন, পার্লামেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি হারুন জামিল, সিনিয়র সাংবাদিক মোদাব্বের হোসেন, রফিক মোহাম্মদ, আবু বকর, দিদারুল আলম, শাহনাজ পলি, লাবিন রহমান প্রমুখ।
