চলে গেলেন শিক্ষার বাতিঘর ঢাবি’র সি: অধ্যাপক মনোবিজ্ঞানী হামিদা আখতার বেগম

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার
প্রকাশিত: অক্টোবর ২৩, ২০২৫ ২২:১৬:৪৭  আপডেট :  অক্টোবর ২৬, ২০২৫ ১৫:৪২:৪১

বিশিষ্ট মনোবিজ্ঞানী অধ্যাপক হামিদা আখতার বেগম গত মঙ্গলবার ২১শে অক্টোবর, ২০২৫ সকাল ১০:১৫ মিনিটে উত্তরার আহসানিয়া মিশন ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন।

তার প্রথম নামাজে জানাজা উত্তরা ৭নাম্বার সেক্টর জামে মসজিদ ২য় নামাজে জানাজা IUBAT বিশ্ববিদ্যালয় ক্যাম্পস ও ৩য় নামাজে জানাজা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠানের পর মিরপুর বুদ্ধিজীবী গোরস্থানে দাফন করা হয়।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগ, ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ এবং মহিলা ও জেন্ডার স্টাডিজ বিভাগে (১৯৬৪-২০১৮) বিভিন্ন পদে কর্মরত ছিলেন। তার মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, তার ছাত্র-ছাত্রী, দৈনিক আজকের সংবাদ ও IUBAT পরিবার সহ অসংখ্য গন্যমান্য ব্যাক্তিবর্গ তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন। এবং তার আত্মার চিরশান্তি এবং জান্নাতে স্থান প্রার্থনা করেছেন।