বিএনপি'র ২৩৭ টি আসনে সম্ভাব্য প্রার্থী ঘোষণা

এয়োদশ সংসদ নির্বাচনে ২৩৭ আসনে সম্ভাব্য প্রার্থী তালিকা প্রকাশ করেছে জাতীয়তাবাদী দল-বিএনপি। সোমবার সন্ধ্যায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই তালিকা প্রকাশ করেন।
প্রার্থী তালিকা চূড়ান্ত করতে বেলা সাড়ে ১২টায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে জাতীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে লন্ডন থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে সভায় সভাপতিত্ব করেন। টানা সাড়ে তিন ঘন্টা বৈঠকের পর সংবাদ সম্মেলনে আসলেন বিএনপি মহাসচিব।
ঘোষিত তালিকায় দলের মনোনয়ন পেয়েছেন দিনাজপুর-৩, বগুড়া-৭ ও ফেনী-১ আসনে প্রার্থী হয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়া-৬ আসনে এবং ঠাকুরগাঁও-১ আসনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থী হয়েছে।
স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে আছেন, কুমিল্লা-১ আসনে খন্দকার মোশাররফ হোসেন, ঢাকা-৮ আসনে মির্জা আব্বাস, ঢাকা-৩ আসনে গয়েশ্বর চন্দ্র রায়, নরসিংদী-২ আসনে আবদুল মঈন খান, চট্টগ্রাম-১০ আসনে আমীর খসরু মাহমুদ চৌধুরী, কক্সবাজার-১ আসনে সালাহ উদ্দিন আহমদ, সিরাজগঞ্জ-২ আসনে ইকবাল হাসান মাহমুদ টুকু, ভোলা-৩ আসনে হাফিজ উদ্দিন আহমেদ ও দিনাজপুর-৬ আসনে এজেডএম জাহিদ হোসেন।
ভাইস চেয়ারম্যানদের মধ্যে পটুয়াখালী-১ আসনে আলতাফ হোসেন চৌধুরী, নোয়াখালী-৩ আসনে বরকত উল্লাহ বুলু, নোয়াখালী-৪ আসনে মোহাম্মদ শাহজাহান, ফেনী-৩ আসনে আবদুল আউয়াল মিন্টু, মাগুরা-২ আসনে নিতাই রায় চৌধুরী, কুমিল্লা-৩ আসনে কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ, টাঙ্গাইল-৮ আসনে আহমেদ আজম খান, চেয়ারপারসনের উপদেষ্টামন্ডলীর সদস্যদের মধ্যে কুমিল্লা-৬ আসনে মনিরুর হক চৌধুরী, ঢাকা-২ আসনে আমান উল্লাহ আমান, নোয়াখালী-১ আসনে মাহবুব উদ্দিন খোকন, নোয়াখালী-৪ আসনে জয়নুল আবদিন ফারুক, বরিশাল-১ আসনে জহির উদ্দিন স্বপন, বরিশাল-৫ আসনে মজিবুর রহমান সারোয়ার, নেত্রকোনা-৪ আসনে লুৎফুজ্জামান বাবর, কুড়িগ্রাম-৩ আসনে তাজভীর উল ইসলাম, পাবনা-৪ আসনে হাবিবুর রহমান হাবিব, ব্রাক্ষনবাড়ীয়া-৪ আসনে মুশফিকুর রহমান, মানিকগঞ্জ-৩ আসনে আফরোজা খান রিতা, মানিকগঞ্জ-২ আসনে মঈনুল ইসলাম খান, সিলেট-১ আসনে খন্দকার আবদুল মুক্তাদির, সিলেট-২ আসনে তাহমিনা রশদীর লুনা, লক্ষীপুর-২ আসনে আবুল খায়ের ভুঁইয়া, সিলেট-৬ আসনে এনামুল হক চৌধুরী, টাঙ্গাইল-২ আসনে আবদুস সালাম পিন্টু, ফেনী-২ আসনে জয়নাল আবেদীন ভিপি জয়নাল, কিশোরগনজ-৪ আসনে ফজলুর রহমান, মৌলভীবাজার-৩ আসনে নাসের রহমান রয়েছেন।
যুগ্ম মহাসচিবদের মধ্যে নরসিংদী-১ আসনে খায়রুল কবির খোকন এবং লক্ষীপুর-২ আসনে শহীদ উদ্দিন চৌধুরী এ্যান এবং ময়মনসিংহ-১ আসনে সৈয়দ এমরান সালেহ প্রিন্স, ঢাকা ১ আসনে খন্দকার আবু আশফাক, ঢাকা ৪ আসনে তানভীর আহমেদ রবিন, ঢাকা ৫ আসনে নবী উল্লাহ নবী, ঢাকা ৬ আসনে ইসরাক হোসেন, ঢাকা ১১ আসনে এম এ কাইয়ুম, ঢাকা ১২ আসনে সাইফুল ইসলাম নীরব, ঢাকা ১৪ আসনে সানজিদা ইসলাম তুলি, ঢাকা ১৫ আসনে শফিকুল ইসলাম খান, ঢাকা ১৬ আসনে আমিনুল হক, ঢাকা ১৯ আসনে ডা দেওয়ান মোঃ সালাউদ্দিন, খুলনা ২ আসনে নজরুল ইসলাম মঞ্জু, খুলনা ৩ আসনে রকিবুল ইসলাম বকুল, খুলনা ৪ আসনে আজিজুল বারী হেলাল, খুলনা ৫ আসনে মুহাম্মদ আলী আজগর, খুলনা ৬ আসনে মনিরুল হাসান বাপ্পি, সিলেট ৩ আসনে এম এ মালিক, সুনামগঞ্জ ১ আসনে আনিসুল হক, সুনামগঞ্জ ৩ আসনে কয়সর আহমেদ, সুনামগঞ্জ ৫ আসনে কলিম উদ্দিন মিলন, বগুড়া ১ আসনে কাজী রফিকুল ইসলাম, বগুড়া ২ আসনে আব্দুল মুহিত তালুকদার,
বগুড়া ৪ আসনে মোঃ মোশারফ হোসেন, জয়পুরহাটে ১ আসনে মোঃ মাসুদ রানা প্রধান, জয়পুরহাট ২ আসনে আব্দুল বারী, গাইবান্ধা ১ আসনে খন্দকার জিয়াউল ইসলাম মোহাম্মদ আলী, গাইবান্ধা ২ আসনে আনিসুজ্জামান খান বাবু, গাইবান্ধা ৩ আসনে অধ্যাপক ডাঃ সৈয়দ মইনুল হাসান সাদিক, গাইবান্ধার ৪ আসনে মোঃ শামীম কাইসার, গাইবান্ধা ৫ আসনে ফারুক আলম সরকার, দিনাজপুর ১ আসনে মনজুরুল ইসলাম, দিনাজপুর ২ আসনে সাদিক রিয়াজ, দিনাজপুর ৪ আসনে আখতারুজ্জামান মিয়া রয়েছেন।
প্রার্থীদের তালিকা প্রকাশের আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘‘ আজকে ২৩৭ আসনে আমরা সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করলাম।”
‘‘এরপরে আমাদের সঙ্গে যারা যুগপৎ আন্দোলন করেছেন সেই সমস্ত দলের সাথে কথা বলে যে সমস্ত আসন আমরা ঘোষণা করেনি তারা আসতে পারেন। অথবা আমাদের আসনও আমরা পরিবর্তন করতে পারি এটা আমরা পরিস্কার করে জানিয়ে দিচ্ছি। একই সঙ্গে আমরা বলতে চাই, এটা আমাদের সম্ভাব্য প্রার্থী তালিকা।”
চার মাস কয়েক জামায়াতে ইসলামী প্রার্থী তালিকা ঘোষণা করেন। এরপর ইসলামী আন্দোলন, বাংলাদেশ, খেলাফত মজলিশ, গণতন্ত্র মঞ্চ, এবি পার্টি, এলডিপি এবং সর্বশেষ লেবার পার্টি আলাদা আলাদাভাবে প্রার্থী তালিকা দিয়েছে।
সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, সেলিমা রহমান, হাফিজ উদ্দিন আহমদ, এজেডএম জাহিদ হোসেনসহ সাংগঠনিক সম্পাদক ও সহ সাংগঠনিক সম্পাদকরা উপস্থিত ছিলেন।
