রাইজিং ট্যাক্স' ল ইয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশের দোয়া ও ইফতার মাহফিল

রবিবার (১৬ মার্চ) ঢাকা ট্যাক্সেস বার এসোসিয়েশনের হল রুমে রাইজিং ট্যাক্স 'ল ইয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন অ্যাডভোকেট এম এ ওয়াদুদ এবং সঞ্চালনায় ছিলেন অ্যাডভোকেট হারুন অর রশিদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিটিএলের সভাপতি রমিজ উদ্দিন আহমেদ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বার কাউন্সিলের সদস্য অ্যাডভোকেট মোঃ আব্দুল মতিন।
ইফতার মাহফিলে সার্বিক দায়িত্ব পালন করেন অত্র সংগঠনের সভাপতি অ্যাডভোকেট মুজিবুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন সহ-সভাপতি হানিফ দিহিদার, হাওলাদার আবুল হোসেন, কোষাধ্যাক্ষ গাজী ফয়সাল, যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট এম এ ওয়াদুদ, আইন সম্পাদক অ্যাডভোকেট রূপালী আক্তার, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ নাজমুল হক, সমাজকল্যাণ সম্পাদক, মোঃ ইলিয়াস, দপ্তর সম্পাদক খসরুল আলম মাসুদ, মহিলা সম্পাদিকা অ্যাডভোকেট সিরাতুল জান্নাত স্বপ্না, কার্যনির্বাহী সদস্য --আরিফ মুহাম্মদ ফরহাদ, অ্যাডভোকেট আনোয়ারুল হক রনি, অ্যাডভোকেট আব্দুর রহিম, অ্যাডভোকেট আব্দুল কাদের, অ্যাডভোকেট ইসমাইল হোসেন, খন্দকার মশিউর রহমান, আল আমিন, অ্যাডভোকেট শরিফুল ইসলাম, আবুল খায়ের তালুকদার, নাসরিন আক্তার, তাজুল ইসলাম রানা, সাজ্জাদ হোসেন, অ্যাডভোকেট ফাতেমা বতুল।
এর আগে কিছু দিন পূর্বে রাইজিং ট্যাক্স 'ল ইয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ২৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি ঘোষণা করেন।উক্ত সংগঠন ২০১৭ সালে আত্মপ্রকাশ ঘটে এবং এর সদস্য সংখ্যা ৫০০ অধিক।