ইউনিভার্সিটি টিচার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)-এর বিবৃতি
আছিয়ার মৃত্যু দেশ ও জাতির জন্য লজ্জাজনক

মাগুরায় যৌন নির্যাতনের শিকার শিশু আছিয়ার মৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)। আছিয়ার মৃত্যু দেশ ও জাতির জন্য লজ্জাজনক বলে মনে করে সংগঠনটি।
ইউট্যাবের প্রেসিডেন্ট অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম ও মহাসচিব অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান রোবাবর (১৩ মার্চ ২০২৫) এক শোকবার্তায় বলেন, সম্প্রতি আট বছরের শিশুকন্যা আছিয়ার নৃশংস ধর্ষণের শিকার হওয়ার ঘটনা জাহেলি যুগের বর্বরতাকেও হার মানিয়েছে। চিকিৎসাধীন অবস্থায় ধর্ষণে নির্যাতিত শিশু আছিয়ার মৃত্যু পুরো জাতির জন্য লজ্জাজনক। এ জঘন্য ঘটনার সাথে জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আমরা নিহত শিশুটির জন্য মহান আল্লাহর দরবারে জান্নাতুল ফিরদাউস কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। একইসঙ্গে আছিয়ার ধর্ষকদের দ্রুত বিচারের আওতায় আনার জন্য সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি। সারাদেশে নারী ও শিশু নির্যাতন রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানাচ্ছি।
তারা বলেন, আমরা অত্যন্ত উদ্বেগের সঙ্গে লক্ষ করছি যে, অতিসম্প্রতি দেশজুড়ে নারীদের প্রতি সহিংসতা ও হেনস্থার ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। দেশে একের পর এক নারীকে হেনস্থা ও আক্রমণ এবং সামগ্রিক বিচারহীনতার যে সংস্কৃতি গড়ে উঠছে, তা রাষ্ট্রীয় স্থিতিশীলতা ও সম্প্রীতির জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। আমরা শিক্ষক সমাজের পক্ষ থেকে ধারাবাহিকভাবে ঘটে চলা নারী নির্যাতনের এই প্রতিটি ঘটনার তীব্র নিন্দা জানাই এবং দোষীদের অবিলম্বে যথাযথ শাস্তির দাবি করছি।