পিডিবির ক্ষমতাধররা এখন- ০২
চেয়ার চুরি করে ধরা শামছুল হুদা, নিলাম ডেকে হাতালেন ৩ কোটি

জুলাই আন্দোলন রাষ্ট্রক্ষমতার পেক্ষাপট বদলে দিচ্ছে, আগেই তা টের পান আওয়ামী লীগের জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. ফরহাদ হোসেনের ঘনিষ্ঠজন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) ক্রয় পরিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ শামছুল হুদা বাসার। শুরু করেন আখের গোছানো।
সরকারি এ দপ্তরটির চেয়ার সরকারি গাড়িযোগে নিজ বাসায় নেওয়ার সময় নিরাপত্তাকর্মীর হাতে ধরা পড়েন তিনি। পিডিবির উর্ধ্বতন কর্মকর্তাদের ম্যানেজ করে ঘটনা ধামাচাপা দেন। এ ঘটনার পরেও তাকে রক্ষা করায় প্রশ্ন উঠেছে পিডিবি চেয়ারম্যানসহ উর্ধ্বতন কর্মকর্তাদের দায়িত্বশীলতা নিয়েও।
এ বিষয়ে পিডিবির একজন পদস্থ কর্মকর্তা আজকের সংবাদকে বলেন, তাকে সতর্ক করা হয়েছিল। তবে গণমাধ্যমে নাম প্রকাশ করে বক্তব্য দিতে রাজি হননি ওই কর্মকর্তা। যদিও এ ঘটনা পিডিবিতে ওপেন সিক্রেট। গাড়িতে সরকারি চেয়ার নিয়ে যাওয়ার ওই দৃশ্য ধরা পড়ে আজকের সংবাদের ক্যামেরায়।
তার চেয়ার চুরির ঘটনা আজকের সংবাদের কবাছে স্বীকার করেন পিডিবির একাধিক কর্মকর্তা। ঘটনাটি সিনিয়র সহকারী পরিচালক রাবেয়া বেগম জানেন বলেও তথ্য পাওয়া গেছে। তিনি ঘটনার সময় নিরাপত্তা বিভাগের দায়িত্বে ছিলেন বলে জানা যায়।
তবে এ বিষয়ে বুধবার রাতে রাবেয়া বেগম আজকের সংবাদকে বলেন, ‘আমি অন্য বিভাগের দায়িত্বে।’ কিন্তু সেসময়ে তিনি দায়িত্বে ছিলেন কিনা, এবং চেয়ার চুরির ঘটনা জানেন কিনা- সে প্রসঙ্গ এড়িয়ে যান এই কর্মকর্তা। মোবাইল নম্বর কে দিলেন, ছুড়ে দেন সেই প্রশ্ন।
এদিকে ঘোড়াশালে পিডিবির মালামাল নিলামে বিক্রির নামে শামছুল হুদা হাতান তিন কোটি টাকা। এ টাকার বিণিময়ে হাজার কোটি টাকার মালামাল স্বল্পমূল্যে পছন্দের প্রতিষ্ঠানকে নিলামে পাওয়ার ব্যবস্থা করেন বলে অভিযোগ রয়েছে।
অভিযোগ রয়েছে, ২০০০ সালে ক্রয় পরিদপ্তরে যোগদান করে চার বছরে সাবেক প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের আশির্বাদে শত কোটি টাকা ও ক্ষমতাধর হওয়া এ উপপরিচালক দপ্তর থেকে ভাউচারের মাধ্যমে গাড়ি চালকের বেতন বাবদ মাসিক ১২০০০ টাকা টাকা নিয়ে থাকেন। অফিসে ব্যবহারের নাম করে দপ্তর থেকে সরবরাহযোগ্য স্টেশনারী পন্য, বিশেষ করে টিস্যু, মশানিধক স্প্রে, এয়ার ফ্রেশনার, কাগজ কলম, খাতা অতিরিক্ত উত্তোলন করে বাসার জন্য নিয়ে যান।
পিডিবির এই কাগজকলম, মশার স্প্রে, টিস্যুসহ স্টেশনারী পণ্য তার শশুড়বাড়ির লোকজনও ব্যবহার করে থাকেন বলে অভিযোগ রয়েছে। এছাড়া, একজন নারী সহকর্মীও তার বিরুদ্ধে নারীদের সম্পর্কে অশ্লীল মন্তব্য করার অভিযোগ করেছেন।
শামছুল হুদার দুই সন্তানের মধ্যে মেয়ে বাংলাদেশ মেডিকেলে ডাক্তারি পড়ছে অর্ধকোটি টাকা ব্যয়ে।এসব অভিযোগের বিষয়ে আজকের সংবাদ জানতে চাইলে কোনো মন্তব্য করেননি আওয়ামী লীগ সরকার আমলের প্রভাবশালী এই উপপরিচালক। তাকে নিয়ে ‘প্রতিমন্ত্রী ফরহাদের আশীর্বাদে ৪ বছরে শত কোটিপতি উপপরিচালক শামছুল হুদা’ শিরোনামে ধারাবাহিক রিপোর্টের প্রথম পর্ব সংবাদ প্রকাশ করে আজকের সংবাদ।
এসব বিষয়ে পিডিবির চারজন উর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে কথা বলেছে আজকের সংবাদ। তারা বলছেন, সংবাদ প্রকাশের পর অভ্যন্তরীণ তদন্ত শুরু হয়েছে। ওই উপপরিচালকের বিষয়ে পদক্ষেপ নেওয়া হচ্ছে।