শহীদ জিয়াকে নিয়ে সঙ্গীত শিল্পী রাজীবের গান

সংগীতশিল্পী রাজীব নিয়মিত গান করছেন,তাঁর মৌলিক গান প্রকাশের পাশাপাশি টেলিভিশন লাইভ ও স্টেজ শো নিয়ে রয়েছে ব্যস্ততা। শত ব্যস্ততার মাঝেও তিনি এবার নতুন একটি গানে কণ্ঠ দিলেন। বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষ্যে একটি থিম সং নির্মিত হচ্ছে।
গীতিকবি মুনশি ওয়াদুদের কথায়, মুরাদ নূরের সুরে ‘জিয়াউর রহমান’ শিরোনামে এ গানটির রেকর্ড এরই মধ্যে সম্পন্ন করেছেন রাজীব। এর সংগীতায়োজন করেছেন মুশফিক লিটু।
এ প্রসঙ্গে রাজীব বলেন, ‘খুবই ভালো লাগছে এরকম একটি সৃষ্টির সঙ্গে জড়িত হয়ে। আদর্শিক কারণে আরও বেশি ভালো লাগছে। এমন কাজে আমাকে যুক্ত করার জন্য বন্ধু মুরাদ নূরকে ধন্যবাদ। বেঁচে থাকুক আমাদের গণমানুষের নেতা শহীদ জিয়াউর রহমান।’
জানা গেছে, আগামী ১৯ জানুয়ারি জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে ডিজিটালসহ সব মাধ্যমে গানটি প্রকাশ হবে।আশা করছি গানটি সবার ভালো লাগবে।গানটি শোনার জন্য তিনি সঙ্গীত প্রেমীদের এবং দেশের সর্বস্তরের মানুষকে আহবান জানান।