লীগ সরকারের আশীর্বাদ পুষ্ট নিটোরের সিনিয়র স্টাফ নার্স জুয়েল এখন জাতীয়তাবাদী
সাবেক কায়দায় দুর্নীতি, চাঁদাবাজি, বদলি বানিজ্য অব্যাহত

বিগত লীগ সরকারের আমলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন সেবা অধিদপ্তরে বদলির দালালি, রোগী ভর্তি, সার্টিফিকেট দেওয়া, নিজ অনুগতদের ওয়ার্ড ইনচার্জ বানিয়ে দেয়া, সরকার সমর্থিত নার্স সংগঠনের নামে চাঁদাবাজি করে কোটি কোটি টাকা অবৈধ উপার্জন করলেও থেকে গেছেন ধরাছোয়ার বাইরে। তার কথার অবাধ্য হলে মারধোর করাসহ বহুবিধ দুর্নীতির বরপুত্র সিনিয়র স্টাফ নার্স মোঃ আসাদুজ্জামান জুয়েল এখনো বহাল তবিয়তে অপকর্ম চালিয়ে যাচ্ছে।
বৈষম্য বিরোধী আন্দোলনের ফসল অন্তবর্তী সরকারের বিরুদ্ধে আন্দোলন উস্কে দিতেও কাজ করেছেন তিনি। তার সব দুর্নীতির কাজে সেবা দপ্তরের বেশ কিছু অসাধু কর্মচারী জড়িত বলে জানা গেছে। বর্তমানে তিনি সিনিয়র স্টাফ নার্স পদে কর্মরত রয়েছেন। সম্প্রতি তিনি ভোল পাল্টে বর্তমানে বিএনপি ঘরানার জাতীয়তাবাদী পরিচয় দিচ্ছেন। তার সিন্ডিকেটের সদস্যদের মাধ্যমে দেদারসে সেবা অধিদপ্তরের বাণিজ্য চালিয়ে যাচ্ছেন। এর আগে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত ছিলেন।
বিভিন্ন দুর্নীতির কারণে তাকে বদলি করে দেয়া হয় জাতীয় অর্থপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর) এ। প্রশ্ন জেগেছে বর্তমানে জাতীয়তাবাদী নার্স সাজতে উদগ্রীব এই আসাদুজ্জামান কে? কোথায় তার খুটির জোর। পঙ্গু হাসপাতালে কর্মরত বেশ কয়েকজন নার্স, কর্মকর্তা-কর্মচারীর সাথে আলাপ করলে নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন জানান আওয়ামী লীগ সরকারের আমলে তার অত্যাচারে আমরা অনেকেই অতিষ্ঠ ছিলাম। অথচ এখন তিনি জাতীয়তাবাদী সেজেছেন। তাদের সাথে বিস্তারিত আলোচনার সময় তারা বিগত সময়ের কিছু ছবি সরবরাহ করেন। এসব ছবিতে আওয়ামীলীগ ফ্যাসিস্ট সরকারের বিভিন্ন মন্ত্রী, এমপির সাথে মিটিং মিছিল নির্বাচনী প্রচারণা, শুভেচ্ছা ও অভিনন্দন সাজানোর দৃশ্য দেখা যাচ্ছে। আসাদুজ্জামান জুয়েল এর ব্যাপারে ব্যবস্থা গ্রহণের দাবী জানান তারা।