নেকমরদ ওরশ মেলায় শুরু হলো যাত্রা প্রদর্শনী
দেশের সীমান্তবর্তী জেলা ঠাকুরগাঁও'র রাণীশংকৈল উপজেলার নেকমরদ ওরশ মেলায় মাস ব্যাপি শুরু হলো গ্রাম বাংলার প্রধান বিনোদন যাত্রা প্রদর্শনী।
৫ ডিসেম্বর ২০২৪ উদ্বোধনী দিনে বাংলাদেশ শিল্পকলা একাডেমি থেকে নিবন্ধিত দেশের অন্যতম প্রধান যাত্রাদল 'চৈতালী অপেরা' পরিবেশন করেন আগন্তুক রচিত দুই বাংলার জনপ্রিয় অভিনেতা-নির্দেশক কবির খান পরিচালিত যাত্রাপালা 'নিহত গোলাপ'।
পালায় শ্রেষ্ঠাংশে অভিনয় করেন গায়ক-নায়ক সৌমেন রায়,লাস্যময়ী নায়িকা সীমা রায়,সাধন সরকার,তাহাজুদ্দিন,শিশির বাবু,অনিতা হালদার,বাসন্তী বেগম,আবুল হাশেম বিশ্বাস, আইতাল মিয়া,মতি সরকার প্রমুখ।চৈতালী অপেরার মালিক কামরুজ্জামান জুয়েল বলেন আমরা সব সময় নাটক প্রধান দল গঠন করি।
নাটক মঞ্চায়নের মধ্য দিয়েই দর্শক প্রিয়তা পেতে চাই।মেলা কমিটির সমন্বয়ক আবু বকর সিদ্দিকী মানিক বলেন,শতাব্দীকাল ধরে চলে আসা ঐতিহ্যবাহী এই মেলার সৌন্দর্য আর শৃঙ্খলা রক্ষায় সব ধরনের ব্যবস্হা নিয়েছি।আয়োজন করেছি বহুমুখী বিনোদনের,তার মধ্যে যাত্রা প্রদর্শনী প্রধানতম।আমরা চাই চিত্তবিনোদনের এই মাধ্যমটি বেঁচে থাক হাজার বছর।