মৌসুমের প্রথম রঙমঞ্চের বাতি জ্বললো রুহিয়ায়
ঠাকুরগাঁও জেলার অন্তর্গত রুহিয়া থানার 'আজাদ মেলায়'শুরু হলো মাসব্যাপী যাত্রা প্রদর্শনী। তার মধ্য দিয়ে প্রথম সরকারিভাবে যাত্রানুষ্ঠান আয়োজনের অনুমতি মিললো দেশে। প্রদর্শনীর প্রথমদিন থেকে মেলায় যাত্রা প্রদর্শন করে চলেছেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির নিবন্ধিত যাত্রাদল সৌরভী অপেরা।
২৫ নভেম্বর দ্বিতীয় দিনে তারা মঞ্চায়ন করেছে যাত্রাপালা চরিত্রহীন,পালাটি রচনা করেছেন রঞ্জন দেবনাথ,নির্দেশনা দিয়েছেন উত্তম মন্ডল,শ্রেষ্ঠাংশে অভিনয় করেছেন এস,আলম,প্রিয়াঙ্কা, উত্তম মন্ডল, তাহাজউদ্দিন,সুনীল কর্মকার,অনিতা হালদার,চুমকি মন্ডল, মিলন বিশ্বাস প্রমুখ।
মেলার আয়োজক কমিটির সভাপতি আনসারুল হক বলেন, কোন প্রকার অশ্লীলতার সুযোগ নেই।স্বচ্ছ এবং নির্মল যাত্রা প্রদর্শনীর বিষয়ে আমরা বদ্ধপরিকর। আমরা চাই বাংগালীর চিত্তবিনোদনের এই শ্রেষ্ঠ মাধ্যমটি বেঁচে থাকুক হাজার বছর। ফিরে পাক তার অতীত ঐতিহ্য।