যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিককে মুক্তিযোদ্ধা দলের পক্ষ থেকে সংবর্ধনা

যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মণ্ডলীর সদস্য এম এ মালিককে ক্রেস্ট ও ফুল দিয়ে সংবর্ধনা জানান জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল। সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, দলের সভাপতি ইসতিয়াক আজিজ উলফাত।
সঞ্চালনায় ছিলেন দলের সাধারণ সম্পাদক সাদেক আহমেদ খান। প্রথমে ফুল দিয়ে বরন করেন চট্টগ্রাম জেলা মুক্তি যোদ্ধা দলের সভাপতি কামাল উদ্দিন আহমেদ। দলের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক আহ্বায়ক ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আব্দুস সালাম ও সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত। প্রধান অতিথির বক্তব্যে এম এ মালিক বলেন,লাখো শহীদের রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে, আজ দেশে কমলমতি ছাত্র ছাত্রীরা জীবন দিয়ে দেশকে স্বাধীন করেছে, শেখ হাসিনা আমাদের উপরে অনেক অত্যাচার করেছে, মুক্তি যোদ্ধাকে আন্ডার মাইন্ড করেছে। তিনি বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের স্বামী স্ত্রীর সম্পর্ক ছিল রামপাল,চিটাগাং সমুদ্র বন্দর, গ্যাস,করিডোর দিয়েছে ভারতকে, বিলিয়ন বিলিয়ন ডলার বিদেশে পাচার করেছে দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে।
তারেক রহমান বলেছেন, ১৭ বছরের আন্দোলন একদিনে বাচ্চা দেয়না। বিএনপি আন্দোলন করেছে মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য, দেশে মানবাধিকার প্রতিষ্ঠিত করার জন্য। আজকে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, বিভিন্ন এজেন্সি ভুক্ত বিলাসী শেখ হাসিনার পক্ষে কাজ করে যাচ্ছে। উচ্চ বিলাসীরা ইন্ডিয়ার দিকে তাকিয়ে আছে। বাংলাদেশে ডেমোক্রেসি ফিরিয়ে আনতে হলে ডক্টর ইউনুস সাহেবের নেতৃত্বে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন প্রয়োজন।আর সেই নির্বাচনে দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে বিএনপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করবে বলে আশা প্রকাশ করেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, সাবেক যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন খোকন,ইটালি প্রবাসী সাবেক ছাত্রদল অর্গানাইজেশন ইউরোপের কেন্দ্রীয় কমিটির সভাপতি প্রভাষক খলিলুর রহমান খোকন, লন্ডন বিএনপি নেতা ইকবাল চৌধুরী, ইটালি বিএনপি নেতা সবুজ ঢালী, রিপন সরকার, মধ্যপ্রাচ্য বিএনপি নেতা মোঃ. নজরুল, আমেরিকা বিএনপি নেতা মোঃ জাকারিয়া, স্কটল্যান্ড বিএনপি নেতা রাশেদ আহমেদ, যুক্তরাজ্য কৃষক দলের সদস্য সচিব মোঃ ইব্রাহিম, নাহিদ,লন্ডন বিএনপি নেতা নুরুল ইসলাম তোতা মিয়া,বীর মুক্তি যোদ্ধা ওবায়দুল ইসলাম প্রমুখ।