পোশাকশিল্পে অস্থিরতা তৈরির চেষ্টা পরিকল্পিত: রিজভী
শেখ হাসিনা ১৫ বছর ক্ষমতায় থেকে বিএনপির নেতাকর্মীদের হত্যা নির্যাতনের পথ বেছে নিয়েছিল বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ মঙ্গলবার (০১ অক্টোবর) নয়াপল্টনে ছাত্র-জনতার আন্দোলনে হতাহতদের 'আমরা বিএনপি পরিবারের' উদ্যোগে সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, বিএনপির নেতাকর্মীদের নির্যাতনের জন্যই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবহার করা হয়েছিলে। জীবনবিনাশী কর্মসূচি বাস্তবায়ন করেছে আওয়ামী লীগ। ক্ষমতা ছাড়ার পর নিজের বন্দোবস্ত করার পরিকল্পনায় দুর্নীতির মাধ্যমে টাকা পাচার করেছে শেখ হাসিনা।
তিনি বলেন, ছাত্র জনতার বিপ্লবকে ব্যর্থ করতে পোশাকখাতে পরিকল্পিতভাবে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে। আওয়ামী লীগের নেতাদের মালিকানাধীন গার্মেন্ট কারখানা থেকে অস্থিরতা তৈরি করা হচ্ছে।
তিনি আরো বলেন, প্রশাসনের সর্বত্র আওয়ামী লীগের লোকেরা অবস্থান করে চক্রান্ত করছে। এটা করে আর পার পাবে না, প্রভুরা আওয়ামী লীগকে রক্ষা করতে পারবে না। অনুষ্ঠানে বৈষম্য বিরোধী আন্দোলনে মৃত্যুর মুখ থেকে ফিরে আসা রিকশাচালক সাইফুল ইসলামকে নতুন রিক্সা প্রদান করে আমরা বিএনপি পরিবার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চেয়ারপারসনের বিশেষ সহকারী ও জাতীয় শ্রমিক দলের সমন্বয়ক অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য রবিউল ইসলাম রবি, আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক সাংবাদিক আতিকুর রহমান রুমন। উপস্থিত ছিলেন আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দীন বকুল, সদস্য সচিব মিথুন, সদস্য লিটন, মুসতাকিম বিল্লাহ,সজীব, শাহাদাত প্রমুখ।