টেকনাফে বসতবাড়ীর সীমানা নিয়ে বিরোধের জেরে যুবককে কুপিয়ে হত্যা: প্রধান আসামি গ্রেফতার
কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর নয়াপাড়া আচারবনিয়া এলাকায় বসতবাড়ীর সীমানার বিরোধের জেরে কামরুল ইসলাম ইমন (২৭) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। গত রবিবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৭ টার দিকে উপজেলার বাহারছড়ার ইউনিয়নের শামলাপুর আচার বনিয়া এলাকায় এঘটনা ঘটে।নিহত কামরুল ইসলাম ইমন নুরুল ইসলামের ছেলে।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে ইমন হত্যা মামলার প্রধান আসামি শেখ আহমেদের ছেলে হেলাল উদ্দিনকে গ্রেফতার করে বাহারছড়া তদন্ত কেন্দ্রের পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন,তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর ছমি উদ্দিন। জানা যায়, বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর ছমি উদ্দিনের নির্দেশে এসআই মোহাম্মদ ইসমাইলের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করে কক্সবাজার লাইটহাউজ এলাকার পাহাড়ের পাদদেশে একটি বাসায় আত্মগোপন থাকা অবস্থায় আসামি হেলাল উদ্দিনকে গ্রেফতার করেছে। এর আগে নিহতের পরিবার এই ঘটনায় টেকনাফ মডেল থানায় একটি মামলা দায়ের করেন।
এবিষয়ে বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর ছমি উদ্দিন বলেন, আসামিকে পুলিশ সঙ্কটের মাধ্যমে কোর্টে সোপর্দ করা হয়েছে।উক্ত আসামীর ৫ দিনের পুলিশ রিমান্ডের আবেদন করা হয়েছে। অন্যান্য আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছেন তিনি। উল্লেখ্য যে, বসতবাড়ীর সীমানা নিয়ে বিরোধের জেরে দায়ের কুপে গুরুতর আহত কামরুল ইসলাম ইমন(২৭) তাকে চিকিৎসার জন্য সদর হাসপাতালে প্রেরণ করলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায়, পরবর্তীতে চট্টগ্রামে নিয়ে যাওয়া হয়। পরে তাকে এভার কেয়ার হাসপাতালের ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে রাখা হয়। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে মারা যায়।