উওরা আধুনিক মেডিকেল কলেজের গভর্নিং বডির চ্যোয়ারম্যান হলেন অধ্যাপক ডাঃ ফরহাদ হালিম ডোনার
গত বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক দপ্তর থেকে কলেজ পরিদর্শক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয় গভর্নিং বডির চেয়ারম্যান অধ্যাপক ডাঃ কাজী শহিদুল আলম পদত্যাগ করায় তার স্থলে গভর্নিং বডির অবশিষ্ট মেয়াদের জন্য (২১-০৩-২০২৫) তারিখ পর্যন্ত মাননীয় উপাচার্য অধ্যাপক ডাঃ ফরহাদ হালিম ডোনারকে চেয়ারম্যান মনোনয়ন করেছেন।
বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে গভর্নিং বডির কার্যক্রম ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলেজসুমহে র এতদসংক্রান্ত সংযুক্ত নিয়মাবলী দ্বারা পরিচালিত হবে। অধ্যাপক (অব) ডাঃ ফরহাদ হালিম উত্তরা আধুনিক মেডিকেল কলেজের অনকোলজি বিভাগে অধ্যাপক হিসেবে কাজ করেছেন।