আজ টরন্টোতে গাইবেন বেবী নাজনীন, আয়ের অর্থ পাবেন বন্যার্তরা
৩১ আগস্ট কানাডার টরেন্টোতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৬ষ্ঠ সম্মিলিত বাংলা মেলা। টরেন্টোর বার্চমাউন্ট পার্কে অনুষ্ঠেয় বাংলা মেলায় পারফর্ম করবেন ব্লাক ডায়মন্ড খ্যাত সঙ্গীত তারকা বেবী নাজনীন। বর্তমানে তিনি আমেরিকার নিউ ইয়র্কে অবস্থান করছেন। ৩০ আগস্ট কানাডার উদ্দ্যশে রওয়ানা হবেন তিনি।
তার বহু জনপ্রিয় গানের মধ্যে রয়েছে, ও বন্ধু তুমি কই কই রে ,কাল সারা রাত ছিল স্বপনেরও রাত, ‘দু’চোখে ঘুম আসে না , মানুষ নিষ্পাপ পৃথিবীতে আসে, এলোমেলো বাতাসে উড়িয়েছি শাড়ির আঁচল, মরার কোকিলে, লোকে বলে আমার ঘরে নাকি চাঁদ উঠেছে , সারা বাংলায় খুঁজি তোমারে,’সহ অসংখ্য জনপ্রিয় গানের নন্দিত কণ্ঠশিল্পী বেবী নাজনীন।
দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রে বসবাস করছেন ব্ল্যাক ডায়মন্ড ও উত্তরবঙ্গের দোয়েল খ্যাত বাংলাদেশের জনপ্রিয় শিল্পী বেবী নাজনীন। বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার কারণে বাংলাদেশে তাঁর পেশাগত কার্যক্রম বন্ধ হয়ে যায় আওয়ামী লীগ সরকারের শাসনামলের শুরু থেকেই। এরপরেই যুক্তরাষ্ট্রে থিতু হন তিনি। তবে কয়েক বছর ধরে বিদেশে অবস্থান করলেও দেশের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছেন বেবী নাজনীন। একই সঙ্গে ভার্সেটাইল এই শিল্পী দেশ-বিদেশের স্টেজ শোর পাশাপাশি শ্রোতাদের জন্য প্রকাশ করে যাচ্ছেন নানা ধরনের গান।
মেলের আয়োজকদের অন্যতম দ্বীন ইসলাম গণমাধ্যমকে বলেন,‘মেলা থেকে আয়ের একটি অংশ বাংলাদেশে ভয়াবহ বন্যা আক্রান্তদের সহায়তায় পাঠানো হবে। সংগীতানুষ্ঠানের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে থাকছে নানা আয়োজন। মেলা কেন্দ্র করে ব্যাপক প্রচারণা শুরু হয়েছে আরও আগে থেকেই। মেলায় কানাডায় অবস্থানরত প্রবাসী শিল্পীদেরও পরিবেশনা থাকবে।