স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক’র পদত্যাগের দাবিতে ড্যাবের বিক্ষোভ
গতকাল বৃহস্পতিবার ২২ আগষ্ট সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তরের মুল ফটকে মহাপরিচালক ডাঃ রোবেদ আমিনের পদত্যাগের দাবিতে ড্যাব, এম-ট্যাব, ন্যাপ আয়োজিত এক বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাবের সিনিয়র যুগ্ম মহাসচিব ডাঃ মেহেদী হাসান।
তিনি বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডাঃ রোবেদ আমিন স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের দোষর হিসেবে কাজ করে আসছে, তিনি একজন বড় দুর্নীতিবাজ ডিজি হিসাবে পরিচিত, তাকে অবলম্বে পদত্যাগ করতে হবে, তা না হলে আমরা চিকিৎসক সমাজ দুর্বার আন্দোলন গড়ে তুলবো, মহাখালী অচল করে দেওয়া হবে, তিনি আরও বলেন, আজ স্বাস্থ্য অধিদপ্তরের এডিজি সহ বেশ কয়েকজনকে বদলি করা হয়েছে, তাই আমি বলবো সময় নষ্ট না করে অতিদ্রুত পদত্যাগ করুন।
সমাবেশে বক্তব্য রাখেন ড্যাবের সহ সভাপতি ডাঃ মোস্তাক রহিম স্বপন, ডা রোস্তম আলী মধু, ডা, ফারুক হোসেন, ডাঃ শান্ত, ডাঃ জাহিদুল কবির জাহিদ ,ডাঃ শম গোলাম আযম, ডাঃ আবু আহমেদ শাফী,ডাঃ মজিবুর রহমান, ডা কামাল হোসেন, ডাঃ সালাউদ্দিন খালেক,ন্যাপের সভাপতি বিলকিস বেগম,এম-ট্যাবের সভাপতি একে এম মুসা লিটন, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান হাফিজ,স্বাস্থ্য অধিদপ্তরের প্রধান সরকারি জসীমউদ্দীন, এরহিসাবরক্ষণ কর্মকর্তা নুরুল হক প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন এম -ট্যাবের মহাসচিব বিপ্লবুজ্জামান বিপ্লব, দবির উদ্দিন তুষার, ন্যাপের মহাসচিব আকরাম হোসেনসহ স্বাস্থ্য বিভাগের চিকিৎসক, নার্স, মেডিকেল টেকনোলজিস্ট, কর্মকর্তা -কর্মচারী বৃন্দ। সমাবেশে রাজধানীর বিভিন্ন হাসপাতাল থেকে মিছিল নিয়ে অংশ গ্রহণ করেন। বিক্ষোভ সমাবেশ পরিচালনা করেন ডাঃ মঞ্জু।