শহর রেঞ্জের অভিযানে কাভার্ডভ্যানসহ বিপুল পরিমান সেগুন কাঠ আটক

আজ ০৯ জুন বিশ্বস্থ সূত্রে প্রাপ্ত ইনফরমেশনের ভিত্তিতে শহর রেঞ্জ এর রেঞ্জ কর্মকর্তা মো: আব্দুল মালেক এর নেতৃত্বে এক দল চৌকস ফরেস্ট গার্ডেরর সমন্বয়ে চট্টগ্রাম মহানগরীর অক্সিজেন রেল ক্রসিং এলাকায় এক সাঁড়াশি অভিযান পরিচালনা করে সেগুন গোলকাঠ বোঝাই কাভার্ডভ্যান আটক ও জব্দ করা হয়।
গোলকাঠ বোঝাই কাভার্ডভ্যানটি নাছিরাবাদ এস,এফ,এন,টি,সিতে মজুত রাখা হয়েছে। বনজদ্রব্য পরিমাপ করে ২২৬ টু: = ১৬৬.৯৭ ঘনফুট সেগুন গোলকাঠ পাওয়া যায়। চট্টগ্রাম উত্তর বন বিভাগ এর বিভাগীয় বন কর্মকর্তাএস এম কায়চার রেঞ্জ কর্মকর্তাসহ প্রত্যেক স্টাফকে ধন্যবাদ জানান এবং অভিযান অব্যাহত রাখার নির্দেশনা প্রদান করেন ।