আন্তর্জাতিক নার্স দিবস ২০২৪ উদযাপন
সারা বিশ্বের ন্যায় বাংলাদেশেও ১২ই মে রবিবার নানা আয়োজনে পালিত হলো আন্তর্জাতিক নার্স দিবস ২০২৪। রবিবার সকালে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর এর উদ্যোগে দিবসটি উপলক্ষে কেন্দ্রীয়ভাবে এক বর্ন্যাঢ্য র্যালির আয়োজন করা হয়।
র্যালিটি ঢাকা নার্সিং কলেজ হতে শুরু হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বর প্রদক্ষিণ করে।র্যালিতে উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের পরিচালক (শিক্ষা) মুহাম্মদ শাখীর আহম্মদ চৌধুরী, ঢাকা নার্সিং কলেজের অধ্যক্ষ শিরিনা আক্তার প্রমুখ। র্যালিতে ঢাকাস্থ বিভিন্ন হাসপাতাল ও নার্সিং শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ছয় শতাধিক নার্স ও নার্সিং শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
আন্তর্জাতিক নার্স দিবস ২০২৪ এ প্রতিপাদ্য বিষয় "Our Nurses.Our Future.The Economic power of Care. " যার ভাবানুবাদ করা হয়েছে " আমাদের নার্স।আমাদের ভবিষ্যৎ। অর্থনৈতিক শক্তি, নার্সিং সেবার ভিত্তি"।নার্সিং খাতে কৌশলগত বিনিয়োগ কিভাবে বিশ্বে অর্থনৈতিক ও সামাজিক সুবিধা বয়ে আনতে পারে, তা তুলে ধরার লক্ষ্যে ইন্টারন্যাশনাল কাউন্সিল অব নার্সেস (আইসিএন)এ বছর নার্স দিবসের এই প্রতিপাদ্য টি নির্ধারণ করেছে।