টেকনাফ অপহরণকারী চক্রের দুই সদস্য আটক
কক্সবাজারের টেকনাফে ১০ কৃষক অপহরণকারীর অন্যতম সদস্য বাহাদুর ও নুরুল মোস্তফা প্রকাশ বাবুল'কে আটক করেছে পুলিশ। শনিবার (২৭ এপ্রিল) ভোর ৪টার দিকে উপজেলার বাহারছড়ার শীলখালী এলাকায় অভিযান চালিয়ে বাহাদুর ও বাবুলকে আটক করা হয়েছে।
দীর্ঘদিন ধরে বাহাদুর ও বাবুল অপহরণ ও ডাকাতির সঙ্গে জড়িত। এর পরিপ্রেক্ষিতে ইনচার্জ ইন্সপেক্টর মছিউর রহমান এর নির্দেশে এসআই দস্তগীর হোসেন,এসআই মোহাম্মদ ঈসমাইল, এএসআই শেখ মাহমুদুল হাচানসহ পুলিশের একটি টিম অভিযান চালায়। অভিযানে অপহরণকারীর সদস্য বাহাদুর ও বাবুলকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মছিউর রহমান।আটককৃত আসামী দুই জনের একজন উত্তর শীলখালী এলাকার মৃত অলি চাঁন এর ছেলে বাহাদুর এবং অন্যজন একই এলাকার মোজাহেরুল ইসলাম প্রঃ গুরুতাইন্না মাইজ্যার ছেলে বাবুল।
তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুইজনই অপহরণকারী সিন্ডিকেটের সদস্য বলে স্বীকার করে এবং তারা দীর্ঘদিন হেলাল, মোর্শেদ ও বদরুজের নেতৃত্বে টেকনাফের বিভিন্ন এলাকা হতে মানুষ অপহরণ করে পাহাড়ে নিয়ে গিয়ে মুক্তিপণ আদায় করে এবং ১০ কৃষক অপহরণের ঘটনায় তারা জড়িত ছিলো বলে স্বীকার করেন। আটককৃত আসামীদের মামলা প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।