কলকাতায় মৈত্রী পুরস্কার-২০২৩ পেলেন অনুপ্রিয়া
সম্প্রতি কলকাতা পশ্চিমবঙ্গ ভারতের দক্ষিণের বারান্দা মৈত্রী পুরস্কার-২০২৩ পেলেন নবাগতা অভিনেত্রী নাদিয়া তুল ইসলাম (অনুপ্রিয়া)। অল্প সময়ে অনুপ্রিয়া তার অভিনয় শৈলী দিয়ে সকলের নজর কাড়তে সক্ষম হয়েছেন। ইতিমধ্যে ওপার বাংলার বেশ কিছূ কাজের প্রস্তাবও তিনি পেয়েছেন।
২০২৪ সালে ওপার বাংলায় অভিষেক হবে এমনটি আশা করছেন অভিনেত্রী অনুপ্রিয়া। তার পছন্দের অভিনেত্রী ওপার বাংলার সুচিত্রা সেন এবং বাংলাদেশের শাবনুর।
বর্তমানে নৃত্যালোক সাংস্কৃতিক কেন্দ্রে কবিরুল ইসলাম রতনের কাছে নৃত্যের উপর কোর্স করছেন তিনি। অনুপ্রিয়া সকলের দোয়া কামনা করেন এবং একজন নায়িকা না হয়ে তিনি একজন সুঅভিনেত্রী হতে বেশী আগ্রহী।