সরকারী কর্মচারী আচরন বিধিমালা লংঘন করে
স্ত্রীকে ঠিকাদার বানিয়ে কোটি কোটি টাকা বাগিয়ে নিচ্ছেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ইস্টিমেটার আনোয়ার
আনোয়ার হোসেন সিকদার জনস্বাস্থ প্রকৌশল অধিদপ্তরে ইস্টিমেট হিসেবে কর্মরত আছেন। তিনি নিজের স্ত্রীকে ঠিকাদার বানিয়ে সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা লংঘন করে কামিয়ে নিচ্ছেন কোটি কোটি টাকা। জানা যায় আনোয়ার হোসেনের বাড়ি টাঙ্গাইল জেলায়, বর্তমানে তিনি আদাবর মোহাম্মদপুরে বসবাস করেন।
তথ্যসূত্রে উঠে আসে, তার স্ত্রী জান্নাতুল ফেরদৌস এর মালিকানাধীন প্রতিষ্ঠান মেসার্স ওহী ট্রেডার্স, ফ্ল্যাট নম্বর ৭/এ, বাড়ি নম্বর-৪০, রোড নম্বর- ০১, ব্লক খ, পিসি কালচার আদাবর ঢাকা এই ঠিকানাটা অবস্থিত। আনোয়ার হোসেন সিকদার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে ইস্টিমেটর থাকার কারণে তিনি কোটি কোটি টাকার টেন্ডার তার স্ত্রীর মালিকানাধীন মেসাস ওহী ট্রেডার্স কে দিতে পারছেন। যার ফলে ওহী ট্রেডার্স কাজ করে না করে কামিয়ে নিচ্ছেন কোটি কোটি টাকা।মূলত অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছেন আনোয়ার হোসেন সিকদার, বঞ্চিত হচ্ছেন অন্যান্য ঠিকাদারি প্রতিষ্ঠান। একদিকে চাকরি করে ঘুষ বাণিজ্য, অপরদিকে বউয়ের নামে ঠিকাদারী প্রতিষ্ঠান তৈরি করে জনস্বাস্থ্য প্রকৌশল থেকে কোটি কোটি আয়।এ যেন প্রবাদ বাক্যের মতো, এক ডিলে দুই পাখি।
সরকারি কর্মচারী (আচরণ) বিধি ১৯৭৯ বিধি ২৭বি অনুসারে সম্পূর্ণ বেআইনি ও চাকরির পরিপন্থী। উক্ত বিধিমালার ৩২বিধি অনুসারে কোন কর্মচারী এইসব কাজের সাথে সম্পৃক্ত থাকলে তা অসদাচরণ হিসেবে গণ্য হবে। সূত্রে আরো উঠে আসে, এই আনোয়ার হোসেন শিকদার ঢাকায় ফ্ল্যাট, ঢাকার অদূরে বিভিন্ন জেলায় জায়গা জমি সহ সম্পদের পাহাড় তৈরি করেছেন। আনোয়ার হোসেন সিকদার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে একজন প্রভাবশালী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার। যার ফলে সারা দেশে রয়েছে তার নেতৃত্বাধীন কিছু অফিসার এবং অনুসারী। সে-সকল জেলায় তাকে কাজ পাইয়ে দেয়া এবং কাজ না করে টাকা উত্তোলন করার অভিযোগ উঠে আসে।
এ বিষয়ে সুপ্রিম কোর্টের একজন বিজ্ঞ আইনজীবী বলেন, বিধি-বিধান অগ্রাহ্য করে, আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ জেনে শুনে, যে অন্যায় করছে তারও বিচার হওয়া উচিত। এ বিষয়ে এস্টিমেটর আনোয়ার হোসেন সিকদারের কাছে জানাতে চাইলে তিনি দৈনিক আজকের সংবাদকে বলেন, আমার স্ত্রীর ঠিকাদারি প্রতিষ্ঠানের ব্যাপারে আমার জানা নেই, আমি এই ব্যাপারে কিছু জানিনা বলতে পারব না।