গ্লোবাল এচিভমেন্ট ইন্টারন্যাশনাল এ্যাওয়ার্ডে ভূষিত মৌলি
সম্প্রতি থাইল্যান্ডের পাতায়ায় অনুষ্ঠিত হওয়া মুম্বাই গ্লোবাল প্রেজেন্ট "গ্লোবাল এচিভমেন্ট ইন্টারন্যাশনাল এ্যাওয়ার্ড থাইল্যান্ড- ২০২৩' এর সফল নারী উদ্যোক্তা সন্মাননা পেয়েছেন বাংলাদেশের মারুফা হক মৌলি। ভারত-বাংলাদেশের যৌথ উদ্যোগে আয়োজন করা হয় এই সন্মানা অনুষ্ঠানের।
নারীদের অগ্রগতি-উন্নতিতে এক যুগেরও বেশি সময় ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন নারী উদ্যোক্তা মারুফা হক মৌলি। অনলাইন বিজনেসে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। এরই মধ্যে অসংখ্য পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন তিনি। অনলাইন ব্যবসায়ীদের মধ্যে মারুফা হক মৌলি অগ্রগণ্য একটি নাম।
প্রথম সারির ফ্যাশন উদ্যোক্তা তিনি। তার তৈরি আরজেএইচএম ক্রিয়েশনস ও বি স্টাইলিশ বাই- পরিচিতি দুটি নাম। শুধু অনলাইন ব্যবসা না; বনানী, ধানমন্ডিতে বেশ কয়েকটি শোরুমও দিয়েছেন এই নারী উদ্যোক্তা।