জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে দিনব্যাপী সেমিনার
জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট আয়োজিত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের প্রতিবন্ধী নাগরিকদের অধিকার সচেতনতায় গণমাধ্যমের ভূমিকা শীর্ষক সেমিনার গতকাল রবিবার ইনস্টিটিউটের সভাকক্ষে অনুষ্ঠিত হয়।
সেমিনারে সভাপতিত্ব করেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক ফায়জুল হক। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ভাস্কর ভট্টাচার্য, ন্যাশনাল কনসালটেন্ট- অ্যাকসেসেবিলিটি, এটুআই, প্রধানমন্ত্রী কার্যালয়।
এ টু আই এর প্রোগ্রাম স্পেশালিস্ট মানিক মাহমুদ, এ টু আই এর কনসালটেন্ট এম এম তরিকুল হক এবং দৈনিক ইত্তেফাক এর মহিলা অঙ্গন এর সম্পাদক রাবেয়া বেবি আলোচনায় অংশ নেন। সেমিনারটি সঞ্চালনা করেন পরিচালক (প্রশিক্ষণ অনুষ্ঠান) ডঃ মো: মারুফ নাওয়াজ। ছবি- আজকের সংবাদ