ম্যাচ বেড়েছে টাইগারদের, পাপন বলছেন ‘পারফরম্যান্সের পুরস্কার'
আগামী সপ্তাহের মাঝামাঝি সময়ে ভবিষ্যত সফরসূচি (ফিউচার ট্যুর প্ল্যান- এফটিপি) ঘোষণা করতে চলেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। তবে এরইমধ্যে ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফোর সুবাদে জানা গেছে, আগামী চার বছরের চক্রে বাংলাদেশ পাচ্ছে দ্বিতীয় সর্বোচ্চ আন্তর্জাতিক ম্যাচ।
এফটিপিতে বাংলাদেশের এতো ম্যাচ বৃদ্ধিকে পারফরম্যান্সের পুরস্কার হিসেবে উল্লেখ করেছে ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। তার মতে, এর পেছনে বোর্ডের অবদানের চেয়ে জাতীয় দলের পারফরম্যান্সই মূলত বড় প্রভাবক।
মঙ্গলবার বোর্ডের বার্ষিক সাধারণ সভা শেষে সংবাদ সম্মেলনে পাপন বলেছেন, 'আইসিসিতে বাংলাদেশ এখন একটা গুরুত্বপূর্ণ দেশ হিসেবেই গণ্য হয়। তবে এর পেছনে কিন্তু বোর্ড নয়, দলের পারফরম্যান্সই মূল। বাংলাদেশের ক্রিকেট যেহেতু এখন ভালো করছে, সেজন্যই সবাই আগ্রহ প্রকাশ করছে।'
তিনি আরও যোগ করেন, 'আগে সবাই আমাদের এখানে এসে খেলতে চাইতো। বাইরে আমাদেরকে নিতে চাইতো না। ওরা মনে করতো ওদের দেশের দর্শকরা খেলা দেখবে না। এখন সব দেশই ওদেরকে ডাকছে। এটা ভালো দিক। আমরাও শিখতে পারবো। এটা একটা শেখার ধাপ হতে চলেছে। কারণ আমরা তো কখনও এতো খেলা খেলিনি বাইরে গিয়ে। তো আমার মনে হয় এটা আমাদের জন্য ভালো।'