রেলে গতি আনতে চলমান যত প্রকল্প
বলা হয়ে থাকে নিরাপদ এবং সাশ্রয়ী যোগাযোগ মাধ্যম হিসেবে দেশে সব থেকে জনপ্রিয় বাংলাদেশ রেলওয়ে। আর সেবামূলক রেলওয়েকে আরও বেশি গতিশীল ও রেলওয়ের মাধ্যমে সারা দেশে শক্তিশালী যোগাযোগ নেটওয়ার্ক গড়ে তুলতে কাজ করে যাচ্ছে রেলপথ মন্ত্রণালয়। এই উদ্যোগের অংশ হিসেবে বর্তমানে সারা দেশে ৩৯টি উন্নয়ন প্রকল্পের কাজ চলমান। সরকারের পক্ষ থেকে আশা, প্রকল্পগুলোর কাজ শেষ হলে দেশের অর্থনীতি আরও শক্তিশালী ও মজবুত করতেই রেলপথ গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে।
প্রকল্পগুলোকে দুই ধাপে ভাগ করে কাজ করছে মন্ত্রণালয় এবং বাংলাদেশ রেলওয়ে। সরকারের ফার্স্টট্রাক প্রকল্পের মধ্যে রেলওয়েরও কিছু প্রকল্প রয়েছে। সাথে সাথে রেলওয়ের জনবল নিয়োগ এবং কর্মদক্ষতা বাড়াতেও কিছু প্রকল্প হাতে নিয়েছে রেলপথ মন্ত্রণালয়। রেলমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজনের আশা দু-একটি প্রকল্প বাদে সবগুলো প্রকল্পই নির্ধারিত সময়ের মধ্যে শেষ হবে। আর তা হলে রেলওয়ে অনন্য এক উচ্চতায় পৌঁছাবে বলেও আশা প্রকাশ করেছেন তিনি।
চলমান উন্নয়ন প্রকল্প সমূহঃ
প্রকল্প-১ দোহাজারী হতে রামু হয়ে কক্সবাজার এবং রামু হতে মায়ানমারের নিকটে গুনধুম পর্যন্ত সিঙ্গেল লাইন ডুয়েলগেজ ট্র্যাক নির্মাণ।
প্রকল্প-২ খুলনা হতে মংলা পোর্ট পর্যন্ত রেলপথ নির্মাণ (১ম সংশোধিত)।
প্রকল্প-৩ পদ্মা সেতু রেল সংযোগ (১ম সংশোধিত)।
সরকারের মেগা প্রকল্পের মধ্যে শীর্ষে রয়েছে এই তিনটি প্রকল্প। নির্ধারিত সময়ের মধ্যে এই প্রকল্পের কাজ শেষ করার ব্যাপারে সবথেকে আশাবাদী রেলপথ মন্ত্রণালয়।
প্রকল্প-৪ বাংলাদেশ রেলওয়ের কুলাউড়া-শাহবাজপুর সেকশনের পুনর্বাসন।
প্রকল্প-৫ বাংলাদেশ রেলওয়ের জন্য ৭০ টি মিটার গেজ ডিজেল ইলেকট্রিক লোকোমোটিভ সংগ্রহ প্রকল্প (১ম সংশোধিত)।
প্রকল্প-৬ বাংলাদেশ রেলওয়ের ঢাকা-টঙ্গী সেকশনের ৩য় ও ৪র্থ ডুয়েল গেজ লাইন এবং টঙ্গী-জয়দেবপুর সেকশনে ডুয়েল গেজ ডাবল লাইন নির্মাণ (১ম সংশোধিত)।
প্রকল্প-৭ আখাউড়া থেকে লাকসাম পর্যন্ত ডুয়েলগেজ ডাবল রেললাইন নির্মাণ এবং বিদ্যমান রেল লাইনকে ডুয়েলগেজে রূপান্তর (১ম সংশোধিত)।
প্রকল্প-৮ ঢাকা-নারায়ণগঞ্জ সেকশনে বিদ্যমান মিটারগেজ রেল লাইনের সমান্তরাল একটি ডুয়েলগেজ রেল লাইন নির্মাণ।
প্রকল্প-৯ বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের লেভেল ক্রসিং গেইটসমূহের পুনর্বাসন ও মান উন্নয়ন (২য় সংশোধিত)।
প্রকল্প-১০ বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের লেভেল ক্রসিং গেইটসমূহের পুনর্বাসন ও মান উন্নয়ন (১ম সংশোধিত)।
প্রকল্প-১১ বাংলাদেশ রেলওয়ের জন্য মিটারগেজ ও ব্রডগেজ প্যাসেঞ্জার ক্যারেজ সংগ্রহ।
প্রকল্প-১২ বাংলাদেশ রেলওয়ের জন্য লোকোমোটিভ, রিলিফ ক্রেন এবং লোকোমোটিভ সিমুলেটর সংগ্রহ।
প্রকল্প-১৩ বাংলাদেশ রেলওয়ের জন্য ২০০ টি মিটারগেজ প্যাসেঞ্জার ক্যারেজ সংগ্রহ।
প্রকল্প-১৪ আখাউড়া-আগরতলা ডুয়েলগেজ রেল সংযোগ নির্মাণ (বাংলাদেশ অংশ)।
প্রকল্প-১৫ বিশদ নকশা প্রণয়ন ও দরপত্র দলিল প্রস্তুতসহ ভাঙ্গা জংশন (ফরিদপুর) হতে বরিশাল হয়ে পায়রা বন্দর পর্যন্ত রেললাইন নির্মাণের জন্য সম্ভাব্যতা সমীক্ষা।
প্রকল্প-১৬ ঢাকা-চট্টগ্রাম ভায়া কুমিল্লা/লাকসাম দ্রুত গতির রেলপথ নির্মাণের জন্য সম্ভাব্যতা সমীক্ষা এবং বিশদ ডিজাইন (১ম সংশোধিত)।
প্রকল্প-১৭ বাংলাদেশ রেলওয়ের জন্য ২০টি মিটারগেজ লোকোমোটিভ এবং ১৫০টি মিটারগেজ যাত্রীবাহী ক্যারেজ সংগ্রহ।
প্রকল্প-১৮ ঢাকা শহরের চতুর্দিকে বৃত্তাকার রেলপথ নির্মাণের জন্য সম্ভাব্যতা সমীক্ষা কার্যক্রম।
প্রকল্প-১৯ বাংলাদেশ রেলওয়ের পার্বতীপুর হতে কাউনিয়া পর্যন্ত মিটারগেজ রেলওয়ে লাইনকে ডুয়েলগেজে রূপান্তর।
প্রকল্প-২০ পশ্চিমাঞ্চলের গুরুত্বপূর্ণ প্রকল্পসমূহের সম্ভাব্যতা সমীক্ষা।
প্রকল্প-২১ মধুখালী হতে কামারখালী হয়ে মাগুরা শহর পর্যন্ত ব্রডগেজ রেলপথ নির্মাণ।
প্রকল্প-২২ চট্টগ্রাম পতেঙ্গায় প্রস্তাবিত বে-টার্মিনালে রেলওয়ে সংযোগের জন্য সম্ভাব্যতা সমীক্ষা।
প্রকল্প-২৩ বাংলাদেশ রেলওয়ের রোলিং স্টক অপারেশন উন্নয়ন (রোলিং স্টক সংগ্রহ)।
প্রকল্প-২৪ বাংলাদেশ রেলওয়ের খুলনা-দর্শনা জংশন সেকশনে ডাবল লাইন রেলপথ নির্মাণ।
প্রকল্প-২৫ রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য সিগন্যালিংসহ রেল লাইন সংস্কার ও নির্মাণ। (বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অর্থায়নে)।
প্রকল্প-২৬ দর্শনা হতে ডামুরহুদা এবং মুজিবনগর হয়ে মেহেরপুর পর্যন্ত নতুন ব্রডগেজ রেল লাইন নির্মাণের জন্য সম্ভাব্যতা যাচাই ও বিশদ ডিজাইন।
প্রকল্প-২৭ ভারতের সাথে রেল সংযোগ স্থাপনের লক্ষ্যে চিলাহাটি এবং চিলাহাটি বর্ডারের মধ্যে ব্রড গেজ রেলপথ নির্মাণ।
প্রকল্প-২৮ বাংলাদেশ রেলওয়ের ৫৭৫ কি.মি. সেকেন্ডারি লাইনে অপটিক্যাল ফাইবার ভিত্তিক টেলিযোগাযোগ ব্যবস্থা স্থাপন এবং চালুকরণ।
প্রকল্প-২৯ বগুড়া হতে শহীদ এম মনসুর আলী স্টেশন, সিরাজগঞ্জ পর্যন্ত নতুন ডুয়েলগেজ রেলপথ নির্মাণ।
প্রকল্প-৩০ বাংলাদেশ রেলওয়ের জয়দেবপুর হতে ঈশ্বরদী পর্যন্ত ডুয়েল গেজ ডাবল লাইন নির্মাণ প্রকল্প।
প্রকল্প-৩১ সুনামগঞ্জ জেলা সদরে রেলওয়ে সংযোগের জন্য সম্ভাব্যতা সমীক্ষা এবং বিশদ ডিজাইন।
প্রকল্প-৩২ বাংলাদেশ রেলওয়ের আখাউড়া-সিলেট সেকশনের মিটারগেজ রেল লাইনকে ডুয়েলগেজ রেললাইনে রূপান্তর।
প্রকল্প-৩৩ গোবরা হতে পিরোজপুর পর্যন্ত ব্রডগেজ রেল লাইন নির্মাণ এবং বাগেরহাটে রেলসংযোগ স্থাপনের জন্য সম্ভাব্যতা যাচাই ও বিশদ ডিজাইন।
প্রকল্প-৩৪ বাংলাদেশ রেলওয়ের ২১টি মিটারগেজ ডিজেল ইলেক্ট্রিক লোকোমোটিভ নবরূপায়ন প্রকল্প।
প্রকল্প-৩৫ রাজবাড়ীতে একটি নতুন ক্যারেজ মেরামত কারখানা নির্মাণের জন্য বিশদ নক্সা ও দরপত্র দলিল তৈরীসহ সম্ভাব্যতা সমীক্ষা।
প্রকল্প-৩৬ ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার রেল প্রকল্প প্রস্তুতিমূলক সুবিধার জন্য কারিগরী সহায়তা প্রকল্প (১ম সংশোধিত)।
প্রকল্প-৩৭ দোহাজারী হতে রামু হয়ে কক্সবাজার এবং রামু হতে মায়ানমারের নিকটে গুনধুম পর্যন্ত সিঙ্গেল লাইন ডুয়েল গেজ ট্র্যাক নির্মাণ প্রকল্প এর প্রকল্প বাস্তবায়ন ব্যবস্থাপনায় বাংলাদেশ রেলওয়ের সামর্থ্য বৃদ্ধির লক্ষ্যে কারিগরি সহায়তা প্রকল্প।
প্রকল্প-৩৮ বাংলাদেশ রেলওয়ের রোলিং স্টক অপারেশন উন্নয়ন (কারিগরি সহায়তা) প্রকল্প।
প্রকল্প-৩৯ বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু।