সোহরাওয়ার্দী হাসপাতালে নার্স কামরুলকে মারপিট করায় বিএনএ’র প্রতিবাদ

শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের নার্স কামরুলকে মারপিট করায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন বিএনএ। সভাপতি শরিফুল ইসলাম ও মহাসচিব আসাদুজ্জামান জুয়েল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, গত বুধবার বিকেল সাড়ে ৩ টায় নিজ কর্মস্থল শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ৪২১ নম্বর ওয়ার্ডে সরকার নির্ধারিত ইউনিফর্ম পরিহিত ও সরকারি দায়িত্ব পালনরত অবস্থায় সিনিয়র স্টাফ নার্স কামরুল হাসানকে কতিপয় ইন্টার্নী চিকিৎসক নামধারী বহিরাগত সন্ত্রাসীরা বিনা কারণে নেশকারজনক হামলা করে মারধর করেন।
এমনকি সন্ত্রাসীরা সিনিয়র স্টাফ নার্স কামরুল হাসানকে মারধর করতে করতে উক্ত ওয়ার্ড থেকে টেনে হিছড়ে পরিচালকের কক্ষে নিয়ে যায় এবং সেখানে পরিচালক, উপ-পরিচালক, সরকারি পরিচালক সহ উপস্থিত অন্যান্যদের মাঝে কিল-ঘুসি ও চর- থাপ্পড় মারলেও দীর্ঘ সময় অতিবাহিত হলেও সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষ কোন রূপ প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা গ্রহণ করেন নি । যা অত্যান্ত নিন্দনীয় ও জঘন্য কর্মকান্ড, এবং কর্মরত নার্সদের নিরাপত্তা নিশ্চিত করতে হাসপাতালে প্রশাসনের শুধু ব্যর্থতাই নয় বরং সন্ত্রাসীদের অনুরূপ কর্মকাণ্ডে আরো বেশি উৎসাহিত করছে বলে আমরা মনে করছি।
এই ন্যাক্কারজনক সন্ত্রাসী হামলায় জড়িত চিহ্নিত ব্যক্তিদের বিরুদ্ধে প্রশাসনের ও আইনানুগ ব্যবস্থা গ্রহণে বিলম্বের কারণে কর্মরত চিকিৎসক, নার্স, অন্যান্য স্বাস্থ্যকর্মীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি এবং সহাবস্থান বিনষ্টের মাধ্যমে হাসপাতালের স্বাভাবিক সেবা কার্যক্রম ব্যাহত হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে।
বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন(বিএনএ) সরকারি দায়িত্ব পালনরত ও ইউনিফর্ম পরিহিত অবস্থায় সিনিয়র স্টাফ নার্স কামরুল হাসানকে কর্মস্থলে বিনা কারণে নেষ্কারজনক সন্ত্রাসী হামলা মারধরের ঘটনায় এইসব চিহ্নিত সন্ত্রাসীদের প্রশাসন ও আইন সম্মত বিচারের আওতায় আনতে রহস্যজনক কালক্ষেপন করার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও ক্ষোভ জানিয়েছেন, সেই সাথে চিহ্নিত সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রশাসনিক ও আইনগত পদক্ষেপ গ্রহণের জোড় দাবি জানিয়েছেন নেতৃবৃন্দ। অন্যথায় বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন (বিএনএ) জাতীয় কার্যনির্বাহী কমিটির পরিষদ ন্যায্যতা ও ন্যায়বিচার বাস্তবায়নের লক্ষ্যে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হলে তার দায়ভার বিচার বাস্তবায়নে বিলম্ব কারীদের বহন করতে হবে।
