ড. ইউনুস-তারেক রহমানের বৈঠক নিয়ে জালাপোড়া শুরু হয়েছে কিছু দলের :এ্যানি

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের সঙ্গে লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে বৈঠকটি হয়েছে সেটি নিয়ে কিছু দলের জ্বালাপোড়া হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।
তিনি বলেন, বৈঠকটি সৌহার্দপূর্ণ পরিবেশে সুন্দরভাবে হয়েছে সেটা আমরা দেখেছি। যৌথ বিবৃতিতে বাংলাদেশের কথা, গণতন্ত্রের কথা, বাংলাদেশের জনগণের কথা সেখানে উল্লেখ ছিলো। রোববার (১৫ জুন) নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে এক দোয়া ও মিলাদ মাহফিলে একথা বলেন তিনি।
মিলাদ মাহফিলে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে কথা বলেন। তিনি দাবি করেন, বেগম জিয়া প্রকৃতপক্ষে অসুস্থ ছিলেন না, বরং 'ফ্যাসিবাদী' সরকারের মিথ্যা মামলায় দীর্ঘ দিন কারাবন্দী থাকার কারণে শ্যাতশ্যাঁতে পরিবেশে অসুস্থ হয়ে পড়েন। বর্তমানে তিনি চিকিৎসা নিয়ে অনেকটা সুস্থ আছেন বলে জানান এ্যানি।
বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া'র পরিপূর্ণ সুস্থতা ও বিএনপি'র ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামালের আশু রোগমুক্তি কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেন।
শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, তারেক রহমান শুধু আমাদেরকেই একত্রিত করে নাই, দেশবাসীকেউ এই আন্দোলনে একত্রিত করেছেন। সকল দলের জন্য কথা বলেছেন। কেন কী কারণে কোন প্রেক্ষাপটে তারেক রহমান দেশের বাহিরে এটা বুঝতে হবে। তাহলে একটা বৈঠক দেশের বাইরে হয়েছে এটার জন্য কেন কৌশলি হয়ে এতো কথা বলতে হবে?
তিনি বলেন, জামায়াতের শফিক সাহেব যখন বলেন একটা বিশেষ দলের প্রতি অনুরাগ ছিলো ওই বৈঠকে, এটা কি প্রকাশ পায়? কারণ জামায়াতের নেতৃবৃন্দের সঙ্গে কয়েকবার বসেছেন, আলোচনা করেছেন। এককভাবেও করেছে সকল রাজনৈতিক দল নিয়েও করেছে। সেখানেতো আমরা কোনো কথা বলিনাই। তাহলে আজকে বাংলাদেশের এমন একটা প্রেক্ষাপট বৃহত্তর জনগোষ্ঠী, বাংলাদেশের মানুষ, গণতন্ত্র এই বাংলাদেশে ৫ তারিখের পর সংস্কার, বিচার, নির্বাচন সব কিছুর সঙ্গেই বৈঠক যেমন জড়িত, দেশের বাইরে বৈঠক যেমন গুরুত্বপূর্ণ ছিলো দেশের ভেতরেও বৈঠক গুরুত্বপূর্ণ ছিলো। সেই বৈঠকে তো তারেক রহমান থাকতে পানে নাই, তিনি যদি দেশে থাকতেন তাহলে দেশেই তো তার সঙ্গে বৈঠক হতো।
দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা পেলে তার নেতৃত্ব দেবে বিএনপি উল্লেখ করে এই বিএনপি নেতা বলেন, আমরা অপেক্ষা করছি তারেক রহমান দেশে আসবেন। বিএনপি দায়িত্বশীল, অভিজ্ঞতাসম্পন্ন বড় দল। কালকে যদি দেশে ভোট হয় একটা জনগণের সরকার প্রতিষ্ঠা পাবে। আমরা তো দায়িত্ব নিয়ে এটাও বলতে পারি সেই জনগণের সরকারের নেতৃত্ব দেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এ ব্যাপারে কোনো সন্দেহ বাংলাদেশের মানুষ দেখে না।
ওলামা দলের আহ্বায়ক অ্যাডভোকেট কাজী মো. সেলিম রেজার সভাপতিত্বে সদস্য সচিব মাওঃ আবুল হোসেনের সঞ্চালনায় এ সময় আরো বক্তব্য রাখেন বিএনপি যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, সহ ধর্ম বিষয়ক সম্পদক এ টি এম আব্দুল বারি ড্যানী, মৎস্যজীবী দলের সদস্য সচিব আব্দুর রহিম প্রমূখ।
