জিয়া স্মৃতি পাঠাগার পাঠচক্র’র আলোচনা সভা অনুষ্ঠিত
আজ বৃহস্পতিবার বিকেল ৫ টায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জিয়া স্মৃতি পাঠাগার আয়োজিত পাঠচক্র -২৩’র এক আলোচনা সভা অনষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জিয়াস্মৃতি পাঠাগার-পাঠচক্রের আহবায়ক অধ্যাপক ড.এ.বি.এম ওবায়দুল ইসলাম। এবারের বিষয় ছিল ”বিপ্লবোত্তর নয়া বাংলাদেশে সাংবিধানিক সংস্কার পুনঃলিখন নাকি পুনঃপাঠ”।
আলোচনা সভায় মুল প্রবন্ধ উপস্থাপন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিষ্টার সালেহ আকরাম সম্রাট। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি নির্বাহী কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিষ্টার কায়সার কামাল। আলোচক হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড.তৌহিদুল ইসলাম, বিশেষ অতিথি বক্তব্য রাখেন ঢাকা আইনজীবী সমিতির সাধারন সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ নজরুল ইসলাম।
আলোচনা সভায় সঞ্চালনায় ছিলেন জিয়া স্মৃতি পাঠাগার-পাঠচক্র সদস্য সচবি অ্যাডভোকেট আবুল হাসান।এছাড়াও উপস্থিত ছিলেন অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা, সোনিয়া আকতার স্মৃতি,আইনুল হক,বিএম কাউছার,বজলুল করিম,ইফতেখার আলভী নিলয়,লাইব্রেরিয়ান ও সদস্য ফারজানা ইয়াসমিন লিপি, সহকারী লাইব্রেরিয়ান ও সদস্য সাদেক আহসান প্রমুখ।