‘জনরোষ থেকে বাঁচতে নির্বাচন কমিশনের পদত্যাগ করা উচিত
জনরোষ থেকে বাঁচতে নির্বাচন কমিশনের পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।
গতকাল বুধবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি নেতা ডা. এ জেড এম জাহিদ হোসেন একথা বলেন। নির্বাচন কমিশনের সমালোচনা করে তিনি আরও বলেন, স্বৈরাচারি সরকারের ক্ষমতা পাকাপোক্ত রেখেছিল নির্বাচন কমিশন। অথচ তারা এখনও বহাল তবিয়তে বসে আছে নির্লজ্জের মতো। ডা. জাহিদ হোসেন বলেন, জনরোষ থেকে বাঁচতে নির্বাচন কমিশনের পদত্যাগ করা উচিত। এ কমিশনকে কমিশনকে বিদায় করতে হবে।
তিনি আরও বলেন, গত সরকারের সুবিধাভোগীরা এখনও দুদকে বসে আছে। নিজস্ব লোক গত সরকার বিরোধী দলীয় নেতাকর্মীদের নির্যাতন চালিয়েছে। স্বৈরশাসকদের সব অন্যায় সামনে আনার জন্য দুদক পুনর্গঠন করুন।এসময় উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, সরাফদ্দীন সপু, তাইফুল ইসলাম টিপুসহ সিনিয়র নেতৃবৃন্দ।